১৪ ফেব্রুয়ারী সন্ধ্যায় চীনের রাষ্ট্রীয় পরিষদের কয়লা, বিদ্যুত ও তেল পরিবহন এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিরোধ জরুরি অবস্থা মোকাবিলা পরিচালনা কেন্দ্র জানিয়েছে, চীনের বিদ্যুত উত্পাদনে কয়লা সরবরাহের বিশৃঙ্খল অবস্থা দূর হয়েছে। বিভিন্ন বিদ্যুত্ কেন্দ্রে কয়লা মজুদের পরিমাণ অব্যাহতভাবে বাড়ছে।
সাম্প্রতিক ভয়াবহ বৃষ্টি ও তুষার দুর্যোগের কারণে, চীনের কয়েকটি অঞ্চলের পরিবহন ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে এবং অনেক বিদ্যুত্ কেন্দ্রে কয়লা সরবরাহে বিশৃঙ্খলা দেখা দেয়। পরিবহন ধাপে ধাপে পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে, সংশ্লিষ্ট বিদ্যুত্ কেন্দ্রগুলোতে কয়লার মজুদের পরিমান অব্যাহতভাবে বেড়েছে। ১৩ ফেব্রুয়ারী পর্যন্ত এ সব বিদ্যুত্ কেন্দ্রে কয়লার যে মজুদ দাঁড়িয়েছে তা আগামী ১৩দিন ব্যবহার করা যাবে।
(খোং চিয়া চিয়া)
|