১৪ ফেব্রুয়ারী জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, মানবজাতির জন্য জলবায়ু পরিবর্তন হুমকির পাশাপাশি একটি অভূতপূর্ব সুযোগও বটে।
এ দিন অনুষ্ঠিত তৃতীয় জাতিসংঘ জলবায়ু ঝুঁকি বিষয়ক বিনিয়োগকারী শীর্ষ সম্মেলনে বান কি মুন এক লিখিত বাণীতে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিশ্ব আর্থিক প্রচেষ্টার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করে বলেন, এবারের সম্মেলনের অংশগ্রহণকারীরা নিম্ন কার্বন অর্থনীতির রুপান্তর প্রক্রিয়ায় নতুন সম্পদ ও নতুন বাজার সৃষ্টি করবেন।
জাতিসংঘ ফাউন্ডেশনের চেয়ারম্যান টিমোথি ওয়ার্থ বলেন, আগামী ৫০ বছর মানবিজাতি বিষাক্ত গ্রীনহাউস গ্যাস কম নির্গমনকারী অন্য ধরনের জ্বালানী ব্যবহার করবে। এবারের সুযোগ হচ্ছে এক এবং অদ্বিতীয়। তিনি জোর দিয়ে বলেন, এবারের পরিবর্তন 'কম্পিউটার বিপ্লবের মতো গুরুত্বপূর্ণ' বলে প্রমাণিত হবে।
(খোং চিয়াচিয়া)
|