১৪ ফেব্রুয়ারী মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ বলেছেন, যুক্তরাষ্ট্রের কৌশলগত স্বার্থের জন্য আফ্রিকা খুবই গুরুত্বপূর্ণ।
এ দিন যুক্তরাষ্ট্রের জাতীয় আফ্রিকান শিল্প জাদুঘরে ভাষণ দেওয়ার সময় বুশ বলেন, আফ্রিকা পরিস্থিতি যুক্তরাষ্ট্রের নিজের নিরাপত্তা ক্ষেত্রে সরাসরি প্রভাব ফেলবে। সুতরাং যুক্তরাষ্ট্র আফ্রিকাকে সাহায্যের প্রতিশ্রুতি বিপুলমাত্রায় বাড়িয়েছে।
১৫ ফেব্রুয়ারী থেকে বুশ বেনিন, তানজানিয়া, রুয়ান্ডা, ঘানা ও লাইবেরিয়া এই ৫টি আফ্রিকান দেশ সফর করেছেন। বুশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবার পর আফ্রিকায় এটি বুশের দ্বিতীয় সফর। ২১ ফেব্রুয়ারী তিনি সফর শেষ করে আফ্রিকা ত্যাগ করবেন।
(খোং চিয়া চিয়া)
|