২৬ থেকে ২৮ ফেব্রুয়ারী চীনের দশম জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ৩২তম অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে প্রথম বারের মতো 'প্রতিবন্ধী নিরাপত্তা আইন'-এর সংশোধিত খসড়া যাচাই বাছাই করা হবে।
১৫ ফেব্রুয়ারী অনুষ্ঠিত জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির সভাপতিমন্ডলীর অধিবেশন এ কথা জানিয়েছে।
চীনে ৮ কোটিরও বেশি প্রতিবন্ধী আছে। চীনের 'প্রতিবন্ধী নিরাপত্তা আইন' ১৭ বছর ধরে কার্যকর রয়েছে। জানা গেছে, সাম্প্রতিক বছরগুলোতে প্রতিবন্ধী অধিকার সংরক্ষণ ক্ষেত্রে উদ্ভুত কিছু নতুন অবস্থা ও সমস্যা নিরসনের জন্য এই আইনে সংশোধনী আনা হচ্ছে।
(খোং চিয়া চিয়া)
|