১৪ ফেব্রুয়ারী কানাডার আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রী বেভারলি ওডা জানিয়েছেন, অনুষ্ঠেয় পাকিস্তানের পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য কানাডা ৪ জন পর্যবেক্ষক পাঠাবে । তিনি এক বিবৃতিতে বলেন, কানাডার ৪জন পর্যবেক্ষক ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষক দলের সদস্য হিসেবে পাকিস্তানে যাবেন ।
তিনি আরও বলেন, পাকিস্তানের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করার জন্য কানাডা পাকিস্তানের প্রাদেশিক পর্যায়ের সরকারের জন্য সামরিক সেবাসহ ধারাবাহিক সাহায্য দেবে ।
১৪ ফেব্রুয়ারী পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেন, পাকিস্তানের জাতীয় ও প্রাদেশিক পরিষদের নির্বাচন ১৮ ফেব্রুয়ারী পরিকল্পনা অনুযায়ী অনুষ্ঠিত হবে এবং নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে ।
(ছাও ইয়ান হুয়া)
|