চলতি বছর অন্তর্মঙ্গোলিয়া গ্রামাঞ্চলের বিদ্যুত্ ব্যবস্থার সংস্কারের মাত্রা বাড়াবে। প্রত্যেক গ্রামে বিদ্যুত্ ব্যবহার ছাড়াও, ২০১০ সাল নাগাদ বায়ুচালিত জ্বালানী ও সৌর জ্বালানীসহ নতুন জ্বালানী চালিত বিদ্যুত্ সরবরাহ করে প্রতিটি পরিবারে বিদ্যুত্ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্য বাস্তাবায়নের চেষ্টা চালানো হচ্ছে।
*গত বছর হেই লোং চিয়াং প্রদেশের কৃষকদের আয় অব্যাহতভাবে বেড়েছে। এই প্রদেশের সরকারী বিভাগের পরিসংখ্যান থেকে জানা গেছে, ২০০৭ সালে সারা প্রদেশে গ্রামবাসীদের মাথা পিছু নিট আয় ৪১৩২ ইউয়ানে দাঁড়িয়েছে। ২০০৬ সালের চেয়ে তা ১৬.৩ শতাংশেরও বেশি। এবং ২০০২ সালের চেয়ে যা ৭১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
হেই লোং চিয়াং প্রদেশ হচ্ছে চীনের বৃহত্তম খাদ্যশস্যের উত্পাদন ঘাটি। কৃষকদের সারা বছরের আয়ের সিংহভাগই খাদ্যশস্য উত্পাদনের আয়। ২০০৪ সালের পর কৃষকদের জন্য ধারাবাহিক সহায়ক ব্যবস্থা কার্যকরের মাধ্যমে খাদ্যশস্য উত্পাদনকারী এলাকার কৃষকরা কল্যাণ পেয়েছেন।
*দরিদ্র রোগীদের চিকিত্সা সমস্যার সমাধানের জন্য ২০০৫ সালের পর থেকে হোপেই প্রদেশ একটি সহায়ক প্রকল্প চালু করেছে। তিন বছর ধরে মোট ৩ লাখ ২৮ হাজার দুই'শ দরিদ্র রোগী এতে উপকৃত হয়েছেন। তাদের মোট ৭ কোটি ২০ লাখ ৭৮ হাজার রেনমিনপি চিকিত্সা ফি মওকুফ করা হয়েছে। (লিলি)
|