খনিজ সম্পদ হল প্রাকৃতিক সম্পদের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তা মানবজাতির সমাজ উন্নয়নের গুরুত্বপূর্ণ উপকরণ ভিত্তি। অর্থনীতির দ্রুত উন্নয়নের পাশাপাশি মানবজাতির খনিজ সম্পদের চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু খনিজ সম্পদের অনুসন্ধানের ফলে সৃষ্ট প্রাকৃতিক পরিবেশ দুষণের সমস্যাও ক্রমান্বয়ে গুরুতর হচ্ছে। এর ফলে এটি খনিজ অর্থনীতির উন্নয়নকে বিঘ্নিত করেছে। এ পরিস্থিতিতে সবুজ খনিজ শিল্পের উন্নয়নে সারা বিশ্বের খনিজ শিল্প মহলে মতৈক্য দেখা দিয়েছে। এবারের অনুষ্ঠানে আমি আপনাদেরকে চীনের সবুজ খনিজ শিল্প ত্বরান্বিতকরণ সম্পর্কে কিছু কথা বলবো।
গত নভেম্বর মাসে চীনের আন্তর্জাতিক খনিজ শিল্প সংক্রান্ত নবম সম্মেলন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়। ৩০টিরও বেশি দেশ ও অঞ্চলের সরকারী কর্মকর্তা এবং খনিজ শিল্প, ব্যাংকিং, বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রের ২ হাজারেরও বেশি বিশেষজ্ঞগণ এবারের সম্মেলনে আলোচনায় অংশ নেন। এবারের সম্মেলনের প্রসঙ্গ ছিল 'বিজ্ঞানগত উন্নয়ন বাস্তবায়ন ও সবুজ খনিহ শিল্প ত্বরান্বিতকরণ'। চীনের জাতীয় ভূখন্ড ও সম্পদ মন্ত্রী স্যু শাওশি সম্মেলনে বলেন, চীন সবুজ খনিজ শিল্প উন্নয়নকে দ্রুততর করবে। তিনি আরো বলেছেন, 'খনিজ শিল্প দ্রুত উন্নয়নের পাশপাশি বিভিন্ন দেশের সরকার, শিল্প-প্রতিষ্ঠান ও অন্যান্য মহল জ্বালানী সম্পদের যথাযথ ব্যবহার ও পরিবেশ সুরক্ষার গুরুত্বপূর্ণ সমস্যার ওপর আরো বেশি সচেতন। সবুজ খনিজ শিল্পের উন্নয়নের বিষয়টি ক্রমান্বয়ে সারা বিশ্বের মতৈক্যে পরিনত হচ্ছে। চীন বিজ্ঞানস্মত উন্নয়ন, জ্বালানী সম্পদ সাশ্রয় এবং পরিবেশ সুরক্ষার মৌলিক নীতিতে অবিচল রয়েছে। চীন দৃঢ়ভাবে জ্বালানী সম্পদের কম ব্যবহার ও পরিবেশ কম দুষণের নতুন শিল্পের উন্নয়ন করেছে। বিজ্ঞানগত উন্নয়ন বাস্তবায়ন ও সবুজ খনিজ শিল্প ত্বরান্বিতকরণ' হল খনিজ সম্পদ অনুসন্ধানের ক্ষেত্রে চীনের নতুন শিল্প উন্নয়নের বিস্তারিত প্রমাণ।'
চীনের খনিজ শিল্প ফেডারেশন হল সারা চীনের খনিজ শিল্পের অন্যতম সংস্থা। এ ফেডারেশনের লক্ষ্য হল ইতিবাচকভাবে চীনের খনিজ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করা। এ ফেডারেশনের চেয়ারম্যান লি ইউয়ান বলেছেন, চীনের খনিজ শিল্প ফেডারেশন সবুজ খনিজ শিল্পের উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করে। তিনি আরো বলেছেন, 'গত কয়েক বছর ধরে আমরা গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে গবেষণার কাজ জোরদার করেছি। আমরা কেন্দ্রীয় সরকারের কাছে 'গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও পাহাড় অনুসন্ধানের নূণ্যতম মান' এবং খনিজ সম্পদের ক্ষেত্রে অবিরাম অর্থনীতির মূল্যায়ন মানদন্ড সিস্টেমের গবেষণার ফলাফল' উত্থাপন করেছি। এছাড়াও, আমরা খনিজ সম্পদের সাশ্রয় ও বহুমূখী ব্যবহারিক ক্ষেত্রে পাঠ্যপুস্তক প্রকাশ করেছি।'
সবুজ খনিজ শিল্পের উন্নয়ন একটি জটিল পরিকল্পনা। এতে আঞ্চলিক খনিজ সম্পদের অনুসন্ধান ও ব্যবহারের পর্যায় এবং এর অবিরাম উন্নয়নের সুপ্ত শক্তির ---। মধ্য চীনের শানসি প্রদেশের তাথং খনিজ সম্পদ কোম্পানির খনিজ সম্পদের মজুদ প্রায় ৯০ বিলিয়ন টন। প্রতি বছর তাথং খনিজ সম্পদ কোম্পানি ১০কোটিরও বেশি খনিজ সম্পদ আহরণ ও পরিবহন করে। তাথং খনিজ সম্পদ কোম্পানি হল চীনের বৃহত্তম একটি খনিজ সম্পদ আহরণ কেন্দ্র। ২০০৬ সালের জুলাই মাসে তাথং খনিজ সম্পদ কোম্পানি থাশান খনি থেকে সম্পদ আহরণের লক্ষ্যে একটি প্রকল্পের কাজ শুরু করে। এ ক্ষেত্রটি একটি আন্তর্জাতিক অগ্রণী ও আধুনিক খনিজ সম্পদ আহরণের কেন্দ্র। ক্ষেত্রটি নির্মাণের পর চীনের খনিজ শিল্প মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। তাথং খনিজ সম্পদ কোম্পানির অনুসন্ধান বিভাগের পরিচালক লিউ শেং এ সম্পর্কে বলেছেন, 'আমরা সবুজ আর খনিজ সম্পদ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং খনিজ সম্পদ, সচ্ছল জীবনযাত্রা এবং খনিজ সম্পদ ও স্বচ্ছতা এবং খনিজ ধারণার সমৃদ্ধি ত্বরান্বিত করি। আমাদের জ্বালানী সম্পদের অনুসন্ধান হল সবুজ খনিজ অনুসন্ধান। থাশান শিল্প ক্ষেত্র হল সবুজ খনিজ অনুসন্ধান ও অবিরাম অর্থনীতি উন্নয়নের একটি দৃস্টান্ত। আমারা চীনের কমিউনিস্ট পার্টির ১৭তম জাতীয় কংগ্রেসে সম্পাদিত বন্ধুত্বপূর্ণ পরিবেশ, জ্বালানী সম্পদ সাশ্রয় ও সম্পীতিময় সমাজ নির্মাণের নীতিতে এ লক্ষ্য বাস্তবায়নের চেষ্টা করছি। আমরা সরকারী শিল্প-প্রতিষ্ঠানের উন্নয়ন ও সমাজের কল্যাণে অবদান রাখবো।'
চীনের চিচিন খনিজ শিল্প কোম্পানি সবুজ খনিজ শিল্পের মানদন্ড অনুযায়ী উত্পাদন করে। এ কোম্পানি দক্ষিণ-পূর্ব চীনের তীরবর্তী ফুচিয়ান প্রদেশে অবস্থিত। চিচিন কোম্পানি অনুসন্ধানের প্রক্রিয়ায় খনিজ পাহাড়ের পরিবেশে সুরক্ষার ওপর গুরুত্ব দেয়। গত কয়েক বছর ধরে চিচিন কোম্পানি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ১০কোটি ইউয়ান রেনমিনপি পুঁজি বিনিয়োগ করেছে। চিচিন কোম্পানির উপপরিচালক লুও চিংনান এ সম্পর্কে বলেছেন, 'চিচিন কোম্পানি গত কয়েক বছরে অনেক দ্রুত উন্নত হয়েছে। চিচিন কোম্পানি বিভিন্ন পদ্ধতিতে অনেক খনিজ পাহাড় বিশেষ করে বেসরকারী খনিজ পাহাড় কিনেছে। এরপর আমরা এসব পাহাড় উদ্ধার করি। এসব বেসরকারী খনিজ পাহাড়ের পরিবেশ সুরক্ষার ব্যবস্থা অনেক সংক্ষিপ্ত। ২০০৭ সালে আমরা কয়েকটি খনিজ পাহাড়ে অনুসন্ধান বন্ধ রেখেছি। যদিও এটি ২০০৭ সালে আমাদের অর্থনৈতিক স্বার্থের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে, তবুও আমি মনে করি আমরা ঠিক কাজটিই করেছি। কারণ এর মাধ্যমে আমাদের সম্প্রীতিময় ও স্বাস্থ্য অবিরাম উন্নয়ন বাস্তবায়িত হবে।'
বিশ্বের খনিজ শিল্প মহলে চীনের খনিজ শিল্প-প্রতিষ্ঠানগুলো সবুজ খনিজ শিল্প উন্নয়নের চেষ্টার সঙ্গে একমত পোষণ করে। বিশ্ব ব্যাংকের শাখা শিল্প-প্রতিষ্ঠান আন্তর্জাতিক ব্যাংকিং কোম্পানির খনিজ শিল্প পুঁজি বিনিয়োগ ব্যুরোর মহাপরিচালক ওয়িল্লিয়াম বুলমার বলেছেন, 'চীন সরকার, চীনের খনিজ শিল্প কোম্পানি ও চীনের খনিজ শিল্প সংস্থার ব্যাপারে সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করে চীন ও সারা বিশ্বে খনিজ শিল্প উন্নয়নের পরিবেশ সুরক্ষা নিশ্চিত করে। এজন্য বিশ্ব ব্যাংক অনেক আনন্দিত। দেখা যায়, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক ব্যাংকিং কোম্পানিগুলোর অবিরাম উন্নয়নের ধারণা প্রতিফলিত হচ্ছে। আমরা বিশ্বাস করি, চীনের খনিজ শিল্প-প্রতিষ্ঠানগুলো এ প্রক্রিয়ায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং খনিজ শিল্পের অবিরাম উন্নয়নের ক্ষেত্রে অনন্য দৃষ্টান্তে পরিনত হবে।'
|