চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিও চিয়েন চাও ১৪ ফেব্রুয়ারী জানিয়েছেন, জাতিসংঘ মহা সচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ উপদেষ্টা ইব্রাহিম গামবারি আগামী ১৮ ও ১৯ ফেব্রুয়ারী চীন সফর করবেন। সফরকালে তিনি চীনের সঙ্গে মিয়ানমার বতর্মান পরিস্থিতি ও জাতিসংঘ মহা সচিবের মধ্যস্থতা সহ নানা বিষয় নিয়ে মত বিনিময় করবেন।
লিও চিয়েন চাও বলেন, ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং জি সি ও জাতিসংঘ মহা সচিব বান কি মুনের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। দু'পক্ষ মনে করে, মিয়ানমার ইস্যুতে জাতিসংঘ মহা সচিবের মধ্যস্থতাকারী ভূমিকা অব্যাহতভাবে পালন করা উচিত। লিও চিয়েন চাও বলেন, চীন লক্ষ্য করেছে, গণতন্ত্রায়নের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মিয়ানমার সরকার সঠিক পথে এগুচ্ছে। চীন আশা করে, মিয়ানমার অভ্যন্তরীণ রাজনৈতিক সমঝোতা এগিয়ে নিয়ে গণতন্ত্র ও উন্নয়ন বাস্তবায়ন করবে।
|