জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম অধিবেশনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বির্তক ১৩ ফেব্রুয়ারী সন্ধ্যায় নিইউয়র্কের জাতিসংঘ সদর তপ্তরে শেষ হয়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদের চেয়ারম্যান ক্রিম সার বক্তৃতায় বলেছেন, অধিবেশনে অংশ গ্রহণকারীরা জলবায়ু পরিবর্তন মোকাবেলার পদ্ধতি ও জাতিসংঘের পূর্ণ ভূমিকা পালনের উপায়সহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন। তারা অনেক মূল্যবান মতামত ও প্রস্তাবও উত্থাপন করেছেন। জাতিসংঘ এসব প্রস্তাব অনুযায়ী নিজের কর্ম কৌশল উন্নত করে জলবায়ু পরিবতর্ন চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন দেশের মধ্যে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে। তিনি উন্নত দেশ ও আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রতি উন্নয়নশীল দেশগুলোকে জলবায়ু পরিবর্তন মোকাবেলার অর্থ ও প্রযুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন।
অধিবেশন চলাকালে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলেছেন, আগামী বছরের মধ্যে ২০১০ সালের পর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতার কর্মসূচী সম্পন্ন করার জন্য গত বছর বালি দ্বীপে অনুষ্ঠিত জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে গৃহীত " রোড ম্যাপ" অবিলম্বে কার্যকর করা উচিত। অন্য দিকে উন্নয়নশীল দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতিনিধিরা অধিবেশন চলাকালে উন্নত দেশগুলোর প্রতি প্রতিশ্রুতি পূরণে বিশদ কর্মসূচী গ্রহণের আহ্বান জানিয়েছেন।
|