আসন্ন পার্লামেন্ট নির্বাচন পর্যবেক্ষণের জন্য পাকিস্তান ৩০০০ বিদেশী পর্যবেক্ষককে ভিসা দিয়েছে। পাকিস্তানের তথ্য মন্ত্রী নিসার মেমন ১৪ ফেব্রুয়ারি এই তথ্য জানিয়েছেন।
কানাডার একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাত্কালে মেমন এ কথা জানান। তিনি বলেন, নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য পাকিস্তান ৩০০০ বিদেশী পর্যবেক্ষককে ভিসা দিয়েছে এবং এ পর্যন্ত ভিসা প্রত্যাখ্যান করার কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি বলেন, পর্যবেক্ষকরা ইচ্ছা মতো ইসলামাবাদ এবং ৪টি প্রদেশের যে কোনো ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করতে পারবেন।
তিনি আরো বলেন, নির্বাচনে প্রার্থী ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার যথাযথ ব্যবস্থা নেবে।
উল্লেখ্য, পাকিস্তানের নতুন পার্লামেন্ট নির্বাচন ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। (ইয়াং ওয়েই মিং)
|