১৪ ফেব্রুয়ারী ইন্দোনেশিয়ার আবহাওয়ার পূর্বাভাস বিভাগ জানিয়েছে, এ দিন পূর্ব ইন্দোনেশিয়ার প্রপিন্সি মালুকু প্রদেশে রিক্টার স্কেলে ৬.৬ মাত্রার ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্পের প্রভাবে জলোচ্ছ্বাস হতে পারে সতর্ক করে দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে হতাহত বা সম্পদের ক্ষয় ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায় নি।
ইন্দোনেশিয়ার আবহাওয়ার পূর্বাভাস বিভাগের তথ্য অনুযায়ী ভূমিকম্পটি স্থানীয় সময় ১৪ ফেব্রুয়ারী ২টা ৫৮মিনিটে হয় এবং ভূকম্পের কেন্দ্রস্থল মালুকু প্রদেশের সাউমলাকি জেলার দক্ষিন-পশ্চিম দিক থেকে ২শ' ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত।
(খোং চিয়াচিয়া)
|