v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-13 18:47:49    
চীনে আন্তর্জাতিক গ্রন্থস্বত্ব বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠিত হবে

cri
    সম্প্রতিচীনের গ্রন্থস্বত্ব সংরক্ষণ কেন্দ্র পেইচিংয়ের পূর্বশহর আঞ্চলিক সরকারের সঙ্গে আন্তর্জাতিক গ্রন্থস্বত্ব বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠা সম্পর্কিত একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে । চীনের গ্রন্থস্বত্ব সংরক্ষণে একটি বহুমুখী ঘাঁটি স্থাপন ও চীনের গ্রন্থস্বত্ব প্রসার তরান্বিত করার জন্য আগামী মাসে চীনের রাষ্ট্রীয় পর্যায়ের একটি আন্তর্জাতিক গ্রন্থস্বত্ব বিনিময় কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হবে।

    চুক্তি অনুসারে চীনের গ্রন্থস্বত্বসংরক্ষণ কেন্দ্র ও পেইচিংয়ের পূর্বশহর আঞ্চলিক সরকার যৌথভাবে চীনের আন্তর্জাতিক গ্রন্থস্বত্ব নিনিময় কেন্দ্র প্রতিষ্ঠা করবে । এ কেন্দ্রে গ্রন্থস্বত্বের নিবন্ধন ও বৈধকরণ , বইপত্র প্রদর্শন , গ্রন্থস্বত্ব বিনিময় ও সংরক্ষণ বিভাগ রয়েছে । চীনের গ্রন্থস্বত্বসংরক্ষণ কেন্দ্রের প্রধান তুয়ান কুই চিয়েন বলেন , সাংস্কৃতিক শিল্প প্রসারের চাহিদা মেটানোর জন্যই রাষ্ট্রীয় পর্যায়ের আন্তর্জাতিক গ্রন্থস্বত্ব বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠিত হবে । এ কেন্দ্র থেকে চার ধরনের সেবা দেয়া হবে । এগুলো হল গ্রন্থস্বত্ব নিবন্ধন , গ্রন্থস্বত্ব বিনিময় , গ্রন্থস্বত্বের বৈধ অধিকার সংরক্ষণ ও গ্রন্থস্বত্ব    সম্পর্কিত বিশেষজ্ঞ পরামর্শ দেওয়া । তিনি আরো বলেন , চীন একটি নতুন ধরনের দেশ গড়ার চেষ্টা চালাচ্ছে এবং স্বতন্ত্র উদ্ভাবন ও প্রযুক্তির অগ্রগতিকে গুরুত্ব দেয় । উন্নয়নের চাহিদা মেটানো এবং মেধাস্বত্ব শিল্পের প্রসার তরান্বিত করার জন্যই চীনে রাষ্ট্রীয় পর্যায়ের গ্রন্থস্বত্ব বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেয়া হয়েছে ।

    সাম্প্রতিক বছরগুলোতে চীনের গ্রন্ধস্বত্ব কাজের দ্রুত প্রসার হয়েছে , চীনের বিশ্বমুখিতাআরো বেড়েছে । ফলে আন্তর্জাতিক গ্রন্থস্বত্ব সংস্থাগুলোর সঙ্গে চীনের সংলাপ , বিনিময় ও সহযোগিতা আরো বেড়েছে । এর আগে চীনের গ্রন্থস্বত্ব বিনিময় স্থানীয় বিনিময় সংস্থার মাধ্যমে চালানো হতো । এর পাশাপাশি চীনের গ্রন্থস্বত্ব কেন্দ্রের উদ্যোগে তিনটি জাতীয় গ্রন্থস্বত্ব বিনিময় মেলা অনুষ্ঠিত হয়েছে । এ মেলা গ্রন্থস্বত্বের মালিক ও বিভিন্ন সংস্থার সঙ্গে গ্রন্থস্বত্ব বিনিময়ের এক প্রধান ফ্ল্যাটফর্মে পরিণত হয়েছে ।

    বর্তমানে চীনের গ্রন্থস্বত্ব বিনিময় কেন্দ্র নির্মাণের প্রস্তুতির কাজ পুরোদমে চলছে । মার্চ মাস থেকে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজশুরু হবে । পেইচিং শহরের পূর্বশহর অঞ্চল সরকারের উপপ্রধান ওয়াং পেই লি বলেন , আমাদের প্রধান লক্ষ্য হল দেশের সবচেয়ে বড় গ্রন্ধস্বত্ব নিবন্ধন ও গ্রন্থস্বত্ব বৈধকরণ কেন্দ্র এবং সর্ববৃহত গ্রন্থস্বত্ব বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠা করা । এ কেন্দ্র পূর্ব শহর অঞ্চলের ইয়োন হো ইউয়ান স্বতন্ত্র উদ্ভাবন ও প্রযুক্তি অঞ্চলে প্রতিষ্ঠিত হবে । এ অঞ্চলে চীনের অনেক সাংস্কৃতিক শিল্প সংস্থা রয়েছে । অঞ্চলটি পেইচিংয়ের একটি ইন্টার গেইম ও এনিমেশন শিল্প ঘাঁটিও বটে । জাপানের সেগা ও ফ্রান্সের জে সি ডেকক্সসহ বিশ্ববিখ্যাত সাংস্কৃতিক শিল্প কোম্পানির শাখা সংস্থা এ অঞ্চলে রয়েছে । ইউয়োন হো অঞ্চলের অদূরে চীনের জাতীয় প্রকাশনা প্রশাসন , চীনের জাতীয় গ্রন্থস্বত্ব ব্যুরো ও গ্রন্থস্বত্ব সম্পর্কিত সংস্থা ও শিল্প প্রতিষ্ঠান রয়েছে ।

    জানা গেছে , আন্তর্জাতিক গ্রন্থস্বত্ব বিনিময় কেন্দ্র প্রতিষ্ঠার কাজ তরান্বিত করার জন্য চীনের প্রথম দশজন গ্রন্থস্বত্ব বিশেষজ্ঞকে এ কেন্দ্রের পরামর্শ পরিষদের সদস্য হিসেবে গ্রহণ করা হয়েছে । তাদের মধ্যে আছে অভ্যন্তরীন গ্রন্থস্বত্ব পরিচালনা সংস্থার বিশেষজ্ঞ , গ্রন্থস্বত্ব সমিতির বিশেষজ্ঞ , গ্রন্থস্বত্ব শিল্পের পন্ডিত ও মেধাস্বত্ব সম্পর্কিত আইনজীবী । তারা গ্রন্থস্বত্ব বিনিময় কেন্দ্রের প্রতিষ্ঠা ও পরিচালনায় পরামর্শ দেবেন ।