১২ ফেব্রুয়ারী লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা বৈরুতে তথ্য মাধ্যমগুলোকে উত্তর লেবাননের নহর আল বারেদ ফিলিস্তিন শরণার্থী শিবির পুনরায় চালু করার পরিকল্পনার কথা জানিয়েছেন।
তিনি বলেন, লেবানন সরকার, জাতিসংঘের ফিলিস্তিন শরণার্থী উদ্ধার সংস্থা এবং ফিলিস্তিনী মুক্তি সংস্থা পি এল ও যৌথভাবে এই পরিকল্পনা গ্রহণ করেছে। মরণার্থী শিবিরটি পুনর্গঠনে ব্যয় ধরা হয়েছে ১৭.৪ কোটি মার্কিন ডলার।
তিনি আরো বলেন, ফিলিস্তিন সমস্যা একটি আন্তর্জাতিক সমস্যা। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই সমস্যা সমাধানের জন্য ভূমিকা পালন করা। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে এই পুনর্গঠন পরিকল্পনার জন্য সাহায্য দেয়ার আহ্বান জানিয়েছেন।
(খোং চিয়া চিয়া)
|