বর্তমান চীনের তুষারপাত ও শিলা বৃষ্টি কবলিত অঞ্চলের বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা পুনর্গঠনের কাজ স্থিতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারী চীনের রাষ্ট্রীয় পরিষদের কয়লা, বিদ্যুত ও তেল পরিবহন এবং দুর্যোগ প্রতিরোধ জরুরী অবস্থা মোকাবিলা বিষয়ক পরিচালনা কেন্দ্র থেকে এ তথ্য জানা গেছে।
বর্তমানে দুর্গত অঞ্চলের অধিকাংশ প্রাদেশিক পর্যায়ের বিদ্যুত্ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হয়েছে। পরিবহন বিভাগের প্রচেষ্টায় দুর্যোগ কবলিত অঞ্চলের বিভিন্ন বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রে কয়লা মজুদের পরিমাণ ধারাবাহিকভাবে বাড়ছে।
পরিবহন ক্ষেত্রে ১১ ও ১২ ফেব্রুয়ারী চীনের যাত্রীর সংখ্যাও বেড়েছে। পরিবহন ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য রেলপথ বিভাগ যাত্রীদের সুবিধার লক্ষ্যে গুরুত্বপূর্ণ অঞ্চলের রেল স্টেশনের টিকিট কাউন্টারের সংখ্যা বাড়িয়েছে। এর ফলে টিকিট বিক্রির পরিমানও বেড়েছে, হয়। সড়কপথে আন্তঃ প্রদেশ অঞ্চল পর্যায়ে দূরপাল্লার বাস চলাচলও পুনরায় শুরু হয়েছে। কিছু কিছু অঞ্চলে যাত্রীদের চাহিদা মেটানোর জন্য দূরপাল্লার ভাড়া গাড়ির সংখ্যাও বাড়িয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|