সিরাজগঞ্জ জেলার শ্রোতা মো: জাকাবরিয়া হোসাইন তাঁর চিঠিতে লিখেছেন, আমি সি আর আই বাংলা অনুষ্ঠানের একজন পুরাতন শ্রোতা । আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। আগে আমি নিয়মিত চিঠিও পাঠতাম। কিন্তু পড়াশুনার ব্যস্তার কারনে মাঝখানে কয়েক মাস ধরে চিঠি পাঠাই নি। আমি আমার বন্ধুদেরকে সি আর আই সম্পর্কে বলেছি। তারা সবাই আপনাদের অনুষ্ঠান শুনে। আমি তাদের কাছ থেকে উত্সাহ পাওয়ার পর আবার চিঠি লামলাম। কিন্তু অনুষ্ঠান সূচির অভাবে প্রত্যেকটি অনুষ্ঠান শোনা হয়নি। আশা করি, অনুষ্ঠান সূচি পাঠাবেন। এবং জানাবেন চিঠি পাওয়ার কত দিন পর আপনারা প্রচার করেন।
প্রিয় বন্ধু, পড়াশুনার ব্যস্তা উপেক্ষা করে আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য অশেষ ধন্যবাদ। আপনি আমাদের একজন নিয়মিত শ্রোতা । আমরা প্রায়ই আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। আপনাদের চিঠিতে অনুষ্ঠান সূচী পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। আমরা যত শিগগরীই আপনাকে অনুষ্ঠান সূচী পাঠবো। এ
বাংলাদেশের টাঙ্গাইল জেলার শ্রোতা জাহিদুল ইসলাম তার চিঠিতে লিখেছেন, আমি স্কুলের একজন ছাত্র। আন্তর্জাতিক বেতারের অনুষ্ঠান শোনা আমার একটি শখ। কিন্তু সি আর আই-এর অনুষ্ঠান আমার সবচেয়ে প্রিয় । সে সব অনুষ্ঠানের মধ্যে ক্রীড়া জগত , চাওয়া-পাওয়া ও মিতালী আমার সবচেয়ে প্রিয় অনুষ্ঠান। তা ছাড়া, প্রত্যেক শনিবারের মিতালী মুখোমুখিও আমার পছন্দমত অনুষ্ঠান। এখানে আমার একটি প্রস্তাব। যদি আপনাদের অনুষ্ঠানে বেশী ক্রীড়া খবর থাকে তাহলে আরও সুন্দর হতো।
প্রিয় শ্রোতা বন্ধু, আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য ধন্যবাদ। আমরা জানি আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আরও অনেক করর্বার আছে। আপনি চিঠেতে যে প্রস্তাব উত্থাপন করেছেন তা আমরা বিবেচনা করবো। আগে অন্যান্য শ্রোতাও একই প্রস্তাব উত্থাপন করেছেন। এখানে একটি কথা উল্লেখ করতে হবে যে, সি আর আই-এর তথ্য কেন্দ্র রোজ খবর তৈরী করে থাকে। আমরা তাদের দেওয়া তথ্য অনুযায়ী আমাদের অনুষ্ঠানসূচী তৈরী করি। সুতরাং আমাদের খরবে ক্রীড়া খবর নেই । কিন্তু যদি কোন গুরুত্বপূর্ণ ক্রীড়া খবর থাকে তাহলে অবশ্যই প্রচারিত হয়। আশা করি আমার ব্যাখ্যা বুঝেছেন। আমাদের বাংলা অনুষ্ঠান দিন দিন উন্নত হওয়ার জন্য শ্রোতাদের আন্তরিক সযহোগিতা অত্যন্ত দরকার। সুতরাং নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন । আমাদের অনুষ্ঠান প্রসঙ্গে যদি কোন মতামত থাকে তাহলে চিঠি বা ইমেল লিখতে ইতস্তত: করবে না।
বাংলাদেশের নাটোর জেলার শ্রোতা রবিউল ইসলাম তার চিঠিতে লিখেছেন, আমি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা । নিয়মিত আপনাদের কাছে চিঠিও পাঠাই। আপনাদের অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। বিশেষ করে আমি চাওয়া পাওয়া অনুষ্ঠানের একজন ভক্ত শ্রোতা। সুন্দর সুন্দর বাংলা গানের সুর ঝংকারে আমি মুগ্ধ হই। আমি চীনা শিল্পীর কন্ঠের বাংলা গান খুবই পছন্দ করি। আমি চাওয়া পাওয়া অনুষ্ঠানের প্রচারিত ভাল ভাল গানগুলো রেকর্ড করে রেখে বার বার তা শুনি এবং আনন্দিত হই। আমার পরিবারের সবাই এক সঙ্গে মিলে অানুষ্ঠানিকভাবে বসে বাছাই করা গানগুলো উপভোগ করি। তা ছাড়াও মিতালী ও মুখোমুখি অনুষ্ঠানও আমার পছন্দের বাংলা অনুষ্ঠান এবং প্রিয় অনুষ্ঠান।
রবিউল ইসলাম ভাই, ধন্যবাদ আমাদের বাংলা অনুষ্ঠান শোনার জন্য। আমি এত মনোযোগের সঙ্গে চাওয়া- পাওয়া অনুষ্ঠান শুনেন তা জানতে পেয়ে খুব মুগ্ধ হয়েছি। ভবিষ্যতে যাতে আরও বেশী ভাল ভাল গান এই অনুষ্ঠানে প্রচারিত হয় সেই জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা করবো। আমরা আগে বলেছি, আমাদের প্রত্যেক শনিবারের মুখোমুখি ও মিতালী অনুষ্ঠান শ্রোতাদের নিজস্ব অনুষ্ঠান। কারণ মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং মিতালী অনুষ্ঠানের মাধ্যমে আপনারা নিজের লেখা চিঠি শুনতে পারেন। আশা করি , নিয়মিত আমাদের অনুষ্ঠান শুনবেন। চীন বা সি আর আই সম্পর্কে কোন প্রশ্ন থাকলে আমাদের চিঠি লিথে জানাবেন ।
বাংলাদেশের বগুড়া জেলার শ্রোতা আব্দুন নূর তুষার তার চিঠিতে লিখেছেন, সি আর আই আমার প্রথম বেতার। এই বেতার আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। বহু দিন যাবত আমি সি আর আইকে সঙ্গে নিয়ে অজানার পথে ছুটে চলেছি, জানিনা তার গন্তব্য কোথায়। হয়ত সি আর আইএর ভবনে। সি আর আই এর অনুষ্ঠান আমি একা একাই শুনিনা বরং চেষ্টা করি নতুন কোনো ব্যক্তিকে কাছে রাখতে। যাতে সে শ্রোতা হয়। এভাবে বাড়ি বাড়ি গিয়েও সি আর আই এর শ্রোতা তৈরী করেছি। আমাদের গ্রামের অধিকাংশ লোকেরা সি আর আই এর খবর আর প্রতিবেদনের পাশাপাশি অন্যান্য অনুষ্ঠানও শোনে। আমার প্রচেষ্টায় সি আর্ আই জনপ্রিয় বাতারে পরিণত হয়েছে।
প্রিয় আব্দুন নূর তুষার , আমাদের বাংলা অনুষ্ঠানের প্রভাব বাড়ানোর জন্য আপনি যে চেষ্টা চালিয়েছেন তার জন্য অশেষ ধন্যবাদ। বুঝতে পেয়েছি, আমাদের শ্রোতার সংখ্যা বাড়ানোর জন্য আপনি যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন। আপনার এই আচরণ প্রশংসার দাবিদার। আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা। আপনার মতো শ্রোতা পেয়ে আমাদের সুভাগ্য। আপনার চেষ্টার মাধ্যমে আপনার চারপাশের পরিচিত লোক আমাদের শ্রোতা হবে বলে আশা করা হচ্ছে । আগের মতো ভবিষ্যতেও আপনি নিয়মিত আমাদের বাংলা অনুষ্ঠান শুনবেন।আমাদের বাংলা অনুষ্ঠান আরও উন্নত করার জন্য আপনার কোন মতামত থাকলে আমাদের চিঠি লিখে জানাবেন। কারণ শ্রোতাদের আন্তরিক সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠানের উন্নতি প্রায় অসম্ভব।
ফরিদপুর জেলার শ্রোতা এস এম গোলাম সারোয়ার তার চিঠিতে লিখেছেন, সি আর আই এর বাংলা অনুষ্ঠান শোনা এবং মতামত জানিয়ে চিঠি লেখা এটি আমার প্রধান শখ। সি আর আই আমার এতটা প্রিয় বেতার তা বলে শেষ করতে পারবনা। সুন্দর সুন্দর বাংলা অনুষ্ঠান শুনে আমার মনটা খুব প্রশান্তি লাভ করে। তাই সি আর আই এর প্রতিটি বাংলা অনুষ্ঠান শুনি। শ্রোতা হিসেবে আমি খুবই আগ্রহী। কর্ম জীবনের ব্যস্তা থাকা সত্ত্বেও সি আর আই এর অনুষ্ঠান শুনি্এবং অনেক অনেক চিঠি লেখি। তাতেও আমি প্রচুর সুখ আর আনন্দ উপভোগ করি। সি আর আই একটি ভাল মানের আন্তর্জাতিক বেতার। অধিকাংশ শ্রোতা বন্ধুরা তা স্বীকার করতে বাধ্য হবে। কারণ, সি আর আই আন্তর্জাতিক খবর পরিবেশন ছাড়াও বিশ্বের অন্যান্য বিষয়বলী বাংলা অনুষ্ঠানের মাধ্যমে শ্রোতাদের সামনে তুলে ধরে।
প্রিয় বন্ধু, আপনি আমাদের একজন ভক্ত শ্রোতা। নিয়মিত আপনার কাছ থেকে চিঠি পেয়ে থাকি। প্রত্যেক বার আপনি লম্বা লম্বা চিঠি লিখেন। আমাদের অনুষ্ঠান প্রসঙ্গে আপনি যে প্রশংসা করেছেন তার জন্য ধন্যবাদ জানাই। আমরা জানি আমাদের অনুষ্ঠান আরও উন্নত করার অনেক অবকার আছে। ভবিষ্যতে আমাদের অনুষ্ঠানের মান আরও উন্নত করার জন্য আমাদের যথাসাধ্য প্রচেষ্টা চালানো উচিত। অবশ্যই শ্রোতাদের সহযোগিতা ছাড়া আমাদের অনুষ্ঠানের উন্নতি প্রায় সম্ভব। আমাদের অনুষ্ঠান সম্র্পকে কোন পরামর্শ ও মতামত থাকলে সঙ্গে সঙ্গে চিঠি লিখে জানাবেন।
বাংলাদেশের সিলেট জেলার শ্রোতা এম শামসুল আলম তার চিঠিতে লিখেছেন। আমি সি আর আই এর বাংলা অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। আপনার অনুষ্ঠান আমার খুব ভাল লাগে। এসো চীনা ভাষা শিখি অনুষ্ঠান এক সময় আমার প্রিয় অনুষ্ঠান ছিল। এখন সেই আগের মত নেই। তবে মাঝে মাঝে শুনি কিন্তু আগ্রহ নেই। কারন, চীনা ভাষা একটি বিদেশী ভাষা। বাংলা ভাষার মাধ্যমে যে কোনো বিদেশী ভাষা শিখতে খুবই সহজ হলেও ভাষা শিক্ষার বই, ক্যাসেট ছাড়াও শিক্ষা উপকরণ না থাকায় তা সম্ভব হচ্ছে না। আমি শ্রোতা হিসেবে এসো চীন ভাষা শিখি অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ মনে করি। আমি প্রস্তাব ও অনুরোধ করছি আমাকে চীনা ভাষা শিক্ষার সহায়ক হিসেবে ক্যাসেট অথবা ভাষা শিক্ষার বই পাঠাবেন। আমি আগ্রহের সঙ্গে তা শিখবো বলে কথা দিলাম।
শ্রোতা বন্ধু, ধন্যবাদ আমাদের চীনা ভাষা শিখি অনুষ্ঠান এক মন দিয়ে শোনার জন্য। আপনি ঠিক বলেছেন, বই বা ক্যাসেট না থাকলে কোনো একটি বিদেশী ভাষা শিক্ষা কঠিন। আগে কয়েকজন শ্রোতা আপনার মতো এই অনুরোধ করেছেন। চীনা ভাষা শিক্ষার বই ছাপানোর জন্য আমরাও অনেক চেষ্টা করেছি। সত্যিই কথা বলতে কি , এটা সি আর আই কতৃর্পক্ষের সিদ্ধান্ত , আমরা কিছু করতে পারি না। কিন্তু আমাদের বিশ্বাস এই বই অদুর ভবিষ্যতে ছাপানো হবে বলে আশা করা হচ্ছে। এখানে আমার একটি প্রস্তাব, আপনি এই অনুষ্ঠান শোনার পাশাপাশি তা রেকডিং করে দেন। আপনি তার পর বার বার অনুষ্ঠানটি শুনবেন। বতর্মানে এটা হল মনে হয় একমাত্র বিকল্প।
|