v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-12 19:30:48    
স্বাগত বসন্ত উত্সব(ছবি)

cri

    চীনের পঞ্জিকা অনুযায়ী, চলতি বছরের ৭ ফেব্রুয়ারী হচ্ছে চীনের চান্দ্র বর্ষের প্রথম দিন--ঐতিহ্যিক বসন্ত উত্সব। চীনাদের কাছে বসন্ত উত্সব হচ্ছে সারা বছরের মধ্যে সবচেয়ে প্রিয় ও আনন্দময় উত্সব। এ কারণে বসন্ত উত্সব উপলক্ষে চীনের বিভিন্ন অঞ্চল নিজেদের মত করে নানা রকম উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করে। আজকের সুরের ভুবন অনুষ্ঠানে আমরা মনোরম সংগীতের মধ্য দিয়ে চীনের বসন্ত উত্সবের আনন্দকে আসুন সবাই মিলে উপভোগ করি।

    চীনের বসন্ত উত্সব হচ্ছে নতুন বছরের শুরু। বসন্ত উত্সব উদযাপনের প্রথা সেই প্রাচীনকাল থেকেই চলে আসছে আজ পর্যন্ত। প্রতি বছর বসন্ত উত্সবের দিনে চীনারা দেবতার উদ্দেশ্যে অর্ঘ উত্সর্গ করে, যাতে নতুন বছরের আবহাওয়া ভালো থাকে ও প্রচুর ফসল উত্পাদিত হয়।

    বন্ধুরা, এখন আপনারা "পটকা ফাটানোর আওয়াজ" এই গানটি শুনছেন। গানের সুরে সুরে আনন্দময় পরিবেশ ও উষ্ণতা ছড়িয়ে আছে। এ গানে উত্সবের দিনে সবাই মিলে আনন্দচিত্তে পটকা ফুটায় এবং সে দৃশ্য উপভোগ করে। গানের কথা এমন, 'পটকা ফাটানোর মাধ্যমে সকল দুর্ভাগ্য দূর হয়ে যাক। সুখ, শান্তি ও আনন্দ ঘরের ভিতর ছড়িয়ে পড়ুক। রাস্তায়-রাস্তায় আর গ্রামে গ্রামে সব জায়গায় কেবল খুশি আর খুশি। আমরা সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও আনন্দকে নিজের বাসায় আসার জন্য স্বাগত জানাই।'

    আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বসন্ত উত্সব উদযাপনের প্রথা ও বিষয়বস্তুও বৈচিত্রময় হয়েছে। যেমন দেবতার কাছে প্রার্থনা করার বিষয়বস্তু আস্তে আস্তে কমে যাচ্ছে। জানালায় কাগজ কাটা ছবি লাগানো, বসন্ত উত্সবের বিশেষ পিঠা বানানো, দরজার দু'পাশে বসন্ত উত্সবের বিশেষ লিপি লাগানো, ডাম্পলিং খাওয়া এবং নতুন বছরকে শুভেচ্ছা জানানোসহ নানান বিষয়বস্তু আজ পর্যন্ত প্রচলিত রয়েছে। এখন শুনুন দ্বৈত সংগীত "ফু জি গো" নামের গানটি।

    উল্লেখ্য যে, "ফু" হচ্ছে চীনা শব্দ। এর অর্থ হচ্ছে সুখি ভবিষ্যতের জন্য কামনা। বসন্ত উত্সবকালে দরজার ওপর "ফু" শব্দ লেখা লাল রঙের কাগজ লাগানোর অভ্যাস চীনাদের চিরকালের। এই গানের কথা এমন, 'তুমি সুখী হতে চাও? আমিও সুখী হতে চাই। এসো আমরা সুখের গান গেয়ে সবার জন্য সুন্দর ও সুখী জীবন কামনা করি। উত্সবের দিন দরজার ওপর 'ফু' শব্দ লেখা কাগজ লাগানো হয়। পুরো পরিবারের সবাই মিলে গ্রুপ ছবি তুলি। বৃদ্ধ-বৃদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু হচ্ছে আমার সুখ। সুসন্তান হচ্ছে বাবা-মায়ের সুখ। ভালো আবহাওয়া ও প্রচুর ফসল হচ্ছে কৃষকদের সুখ। উজ্জ্বল ভবিষ্যত হচ্ছে দেশের সুখ। কোটি কোটি চীনা মানুষ একই চিন্তা-ভাবনার মধ্য দিয়ে সুখী জীবনের আন্বেষণ করে। আমরা আমাদের আগামী প্রজন্মের সুখী জীবনের জন্য সংগ্রাম করি।"

    চীনের ঐতিহ্যিক প্রথা অনুযায়ী, বসন্ত উত্সবকালে প্রতিটি পরিবার তাদের বাড়ি-ঘর পরিষ্কার-পরিচ্ছন্ন করে পরিপাটি করে সাজানোর পাশাপাশি ঘরে বসন্ত উত্সবের রঙ-বেরঙের বিভিন্ন ছবি লাগায় ও লন্ঠন ঝুলায়। প্রতিটি পরিবার বাইরের দরজার দু'পাশে লাল কাগজে লেখা বসন্ত উত্সবের বিশেষ লিপি সেটে দেয়। রাস্তায় রাস্তায় এবং সব উন্মুক্ত জায়গায় উত্সবের আনন্দময় পরিবেশ দেখা যায়। বন্ধুরা, এখন শুনুন "বসন্ত উত্সবের বিশেষ লিপি লাগানো" নামক গানটি।

    গানের কথা এমন, 'বসন্ত উত্সবের বিশেষ লিপিতে লেখা আছে, পরিবার ও চাকরি সমৃদ্ধ হোক, দেশ ও মানুষের জীবন উত্তোরোত্তর নতুন আলোয় উজ্জ্বল হোক। আমরা বিশেষ লিপি ও লন্ঠন লাগানোর জন্য ব্যস্ত থাকি। বসন্তকাল আসছে। আর শুরু হচ্ছে নতুন জীবন ।"

    বসন্ত উত্সব হচ্ছে পরিবারের আত্মীয়স্বজনদের পুনর্মিলনের এক মহা উত্সব। এ দিনটির সঙ্গে পাশ্চত্য দেশগুলোর বড় দিনের মতো। যারা বাইরে থাকেন, তারা অন্ততঃ বসন্ত উত্সবের আগের দিন বাড়িতে বাবা-মায়ের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করে। পুরো পরিবার পটকা ফাটানোর আওয়াজের সঙ্গে পুনর্মিলিত হয়ে তৃপ্তি সহকারে রাতের খাবার খায়। তারপর একসাথে বসে গল্প-গুজব করে উত্সবে মেতে ওঠে। এখন শুনবেন "পুনর্মিলনের খাবার" শীর্ষক গানটি।

    গানের কথা এমনঃ "বসন্ত উত্সবের আগের দিন রাতে পুনর্মিলনের মধ্য দিয়ে খাবার খাওয়া হচ্ছে সারা বছরের অধীর অপেক্ষা। বৃদ্ধ-বৃদ্ধার প্রতি শ্রদ্ধা নিবেদন ও শিশুদেরকে আদর করা। যেন পুরো পরিবার আনন্দে ভরা। বাবা-মায়ের দীর্ঘায়ু কামনা করা। বাচ্চাদের উজ্জ্বল সুখী ভবিষ্যত কামনা করা। দম্পতিদের মিষ্টি সম্পর্ক কামনা করা সব মিলিয়ে এটিই আমাদের সুখী পরিবার।"

    বসন্ত উত্সবের আগের রাতে উত্তর চীনের মানুষ ডাম্পলিং নামে এক রকম খাবার খায়। এর চীনা নাম হচ্ছে চিয়াও জি। চীনে একটি প্রবাদ আছে, তা হলো "পৃথিবীতে সবচেয়ে সুস্বাদু খাবার হচ্ছে এই চিয়াও জি অর্থাত্ ডাম্পলিং"। এ থেকে বুঝা যায়, চীনাদের জীবনে ডাম্পলিং-এর বিশেষ মর্যাদা আছে। বিশেষ করে বসন্ত উত্সবের সময় আমরা একাধিক বার ডাম্পলিং খেয়ে থাকি। ডাম্পলিং হচ্ছে ময়দা দিয়ে তৈরি এক ধরনের পিঠা জাতীয় খাবার।এর ভিতরে মাংস ও শাক-শব্জি থাকে। পানির মধ্যে সিদ্ধ করে খেতে হয়। খাওয়ার সময় সস মিশিয়ে খেতে পারেন। বন্ধুরা, সবার মত আমিও কিন্তু ডাম্পলিং খেতে পছন্দ করি।

    ঐতিহ্যিক প্রথা অনুযায়ী, বসন্ত উত্সবের প্রথম দিন সকালে সবাই নতুন কাপড় পড়ে বাইরে গিয়ে বন্ধু-বান্ধব বা আত্মীয়স্বজনের সঙ্গে দেখা করে নতুন বছরের শুভেচ্ছা জানায় অথবা নিজের বাড়িতে আত্মীয়স্বজনসহ অতিথিদের জন্য অপেক্ষা করে। বন্ধুরা, এখন শুনুন দ্বৈত সংগীত "নতুন বছরের শুভেচ্ছা জানানো" গানটি।

    বসন্ত উত্সবের পঞ্চদশ দিন হচ্ছে চীনের লণ্ঠন উত্সব। এ দিন রাস্তাজুড়ে বৈচিত্রময় ফুল ও লন্ঠন দিয়ে সাজানো হয়। রাতে সব লন্ঠন জ্বালিয়ে দেয়া হলে খুব সুন্দর হয়ে উঠে আলোকিত পরিবেশ। তখন সবাই বাইরে এসে তা দেখে এবং উপভোগ করে। লন্ঠন উত্সবের মধ্য দিয়েই চীনের বসন্ত উত্সবের সকল উদযাপনী অনুষ্ঠান শেষ হয়ে যায়। কিন্তু বছর জুড়ে থেকে যায় তার আনন্দের রেশ।

    বন্ধুরা, লন্ঠন উত্সব সংক্রান্ত একটি সংগীতের মধ্য দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। অনুষ্ঠানটি শুনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদের পাশাপাশি সুখ ও স্মৃদ্ধি কামনা করে আমি বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই। আবার কথা হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)