১১ ফেব্রুয়ারী জাতিসংঘ সাধারণ পরিষদের ৬২তম আধিবেশনে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বিতর্ক সভার আয়োজন করা হয়। জলবায়ু পরিবর্তন সমস্যায় বাস্তব অগ্রগতি অর্জনের জন্য সভায় জাতিসংঘ মহাসচিব বান কি মুন উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশগুলোকে যৌথ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, সকল দেশ সম্মিলিতভাবে ব্যবস্থা নিলেই কেবল জলবায়ু পরিবর্তন সমস্যা সমাধান করা সম্ভব হবে। তিনি জোর দিয়ে বলেন, এ ব্যাপারে উন্নত দেশগুলোর সংকলু যত বড় হবে, উন্নয়নশীল দেশগুলোর উত্সাহও ততই বড় হবে। একই সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর সক্রিয় অংশগ্রহণ উন্নত দেশগুলোকেও আরো বেশি প্রতিশ্রুতি দিতে ইত্সাহিত করবে। --ওযাং হাইমান
|