চীনের জাতীয় চারুকলা শিল্প গ্যালারী সূত্র থেকে জানা গেছে , ২০০৮ সালের অলিম্পিক গেমসের অন্যতম বড় সাংস্কৃতিক কমর্সূচী হিসেবে তুনহুয়ান গুহা শিল্প প্রদশর্নী ১৯ জানুয়ারী থেকে ২১ মার্চ পর্যন্ত চীনের জাতীয় আর্ট গ্যালারীতে অনুষ্ঠিত হবে ।
তুনহুয়ান গুহা উত্তর পশ্চিম চীনর কানসু প্রদেশে অবস্থিত । খৃষ্টীয় চতুর্থ শতাব্দী থেকে প্রাচ্যে বৌদ্ধ ধর্মের প্রচার শুরুর সঙ্গে সঙ্গে তুনহুয়ান অঞ্চলের গুহাগুলোতে বৌদ্ধমূর্তি খননের কাজ শুরু হয় । তুনহুয়ানে বৌদ্ধমূর্তি খননের কাজ এক হাজার বছর স্থায়ী ছিল । এ সব বৌদ্ধমূর্তি চীনের মূল্যবান বৌদ্ধ ধর্মীয় সম্পদ।
প্রদশর্নীতে তুনহুয়ানের গুহাগুলোর মাটির পাত্র , দেওয়াল চিত্রের চিত্রকর্ম ও উদ্ধারকৃত পুথিপত্রসহ ১৬০ ধরনের তৈজসপত্র এবং দশটি গুহার নমুনা প্রদর্শীত হবে ।
২০০৮ সালের ঐতিহ্যিক চীনা চান্দ্র নববর্ষ উপলক্ষে একটি সাংস্কৃতিক মেলা ৪ ফেব্রুয়ারী থেকে চীনের আন্তর্জাতিক ভাস্কর্য পার্কে আয়োজিত হয়েছে ।
চীনের বসন্ত উত্সব চীনের ঐতিহ্যিক চান্দ্র নববর্ষও বটে । কাজেই এই উত্সব চীনাদের সবচেয়ে বড় সামাজিক উত্সব । এ সাংস্কৃতিক মেলায় চীনের সাংসি , ইউন নান ও কুইচৌসহ ছয়টি প্রদেশের বৈশিষ্ট্যপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের পাশাপাশি স্থানীয় অধিবাসীদের বসন্ত উত্সব উদযাপনের রীতিনীতি দেখানো হবে এবং তাদের বৈশিষ্ট্যপূর্ণ খাবার বিক্রি হবে । এ মেলায় চীনের বিভিন্ন স্থানের সংখ্যালঘু জাতির সংস্কৃতিও দেখানো হবে । মেলাটি চীনের বসন্ত উত্সবের ছুটির শেষ দিন পর্যন্ত স্থায়ী হবে ।
ত্রয়োদশ হারবিন আন্তর্জাতিক তুষার ভাস্কর্য প্রতিযোগিতা শুরু
চীনের ২৪তম হারবিন আন্তর্জাতিক তুষার উত্সবের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ত্রয়োদশ হারবিন আন্তর্জাতিক তুষার ভাস্কর্য প্রতিযোগিতা ১১ জানুয়ারী উত্তর-পূর্ব চীনের হেইলুনচিয়াং প্রদেশের হারবিন শহরে শুরু হয়েছে ।
চীন ছাড়া ব্রিটেন , কানাডা , রাশিয়া , মঙ্গোলিয়া , জাপান , ভারত , দক্ষিণ কোরিয়া , যুক্তরাষ্ট্র , আর্জেন্টিনা , মালয়েশিয়া , জার্মানী , ইতালি ও স্পেনের ৭০জন প্রতিযোগী এতে অংশ নিয়েছেন ।
হারবিন আন্তর্জাতিক তুষার ভাস্কর্য উত্সবের ইতিহাস দীর্ঘ । তুষার ভাস্কর্যগুলো বৈশিষ্ট্যপূর্ণ বলে বিশ্বে সুনাম হয়েছে । এবারের প্রতিযোগিতা চারদিন স্থায়ী হবে ।
|