ইসরাইলের উপপ্রধানমন্ত্রী হাইম রামন ১১ ফেব্রুয়ারী এক বিবৃতিতে চলতি বছরের মধ্যে ফিলিস্তিনের সঙ্গে শান্তিপূর্ণ আলোচনায় তার আশাবাদ কমিয়ে এনেছেন।
তিনি বলেন, ইসরাইল আশা করে, দু'পক্ষ চলতি বছরে একটি বিবৃতি স্বাক্ষরে সক্ষম হবে। যাতে জেরুজালেমের অবস্থান, ফিলিস্তিনের শরণার্থীদের ফিরে যাওয়া এবং সীমা-রেখাসহ বিভিন্ন প্রধান সমস্যা সমাধানের লক্ষে কিছু প্রস্তাব দাখিল করা যায়। এর পাশাপাশি এই বিবৃতিতে দু বা তিন বছরের মধ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সংশ্লিষ্ট কর্মসূচী স্পষ্টভাবে উল্লেখ করা উচিত। তিনি আরো বলেন, গাজা এলাকায় হামাসের শাসন উত্খাত করাকে ইসরাইল দু'পক্ষের শান্তি চুক্তি কার্যকরীকরণের শর্ত হিসেবে গ্রহণ করবে।
ফিলিস্তিনের শীর্ষ আলোচনা প্রতিনিধি সায়েব এরেকাত বলেছেন, ফিলিস্তিন মনে করে, দু'পক্ষ চলতি বছরে সমস্যা সমাধানের সুনির্দিষ্ট প্রস্তাব উত্থাপন করতে সক্ষম হবে।
এদিন ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর চিফ অব দি জেনারেল স্টাফ গাবি আশকেনাজি বলেছেন, ইসরাইলী বাহিনী সরকারের সংশ্লিষ্ট সিদ্ধান্ত অনুযায়ী, গাজা এলাকায় সামরিক অভিযান সম্প্রসারণের প্রস্তুতি নিচ্ছে।(লিলু)
|