১১ ফেব্রুয়ারী মাইক্রোসফ্ট কোম্পানির উত্থাপিত ৪৪.৬ বিলিয়ন মার্কিন ডলারে কিনে নেয়ার প্রস্তাব ইয়াহু কোম্পানি আনুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেছে।
ইয়াহু কোম্পানি এদিন এক বিবৃতিতে বলেছে, কোম্পানির পরিচালকমন্ডলী মনে করে, মাইক্রোসোফ্ট কোম্পানির প্রস্তাবে ইয়াহুর মূল্য অনেক কম দেখানো হয়েছে। ১ ফেব্রুয়ারী মাইক্রোসোফ্ট কোম্পানি ইয়াহু কোম্পানিকে কিনে নেয়ার প্রস্তাব দেয়ার পর নাস্ডাক শেয়ার বাজারে ইয়াহু কোম্পানির শেয়ারের মূল্য ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
উল্লেখ্য, ইয়াহু কোম্পানি বলেছে, মাইক্রোসফ্টের এই প্রস্তাব ইয়াহু কোম্পানি ও তার শিয়ার অধিকারীদের সর্বোচ্চ স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ নয়।(লিলু)
|