পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জর্জ রামোস-হোর্তা সরকার বিরোধী সশস্ত্র যোদ্ধাদের হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিত্সাধীন এবং পার্লামেন্টের স্পীকার ফ্র্যানসিস্কো গুতারেস লুওলো পর্তুগাল সফর থাকায় পার্লামেন্ট ১১ ফেব্রুয়ারী উপস্পীকার ভিনসেন্ট গুতারেসকে পূর্ব তিমুরের অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের সিদ্ধান্ত নিয়েছে। ১২ ফেব্রুয়ারী ভিনসেন্ট গুতারেস রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক ভাষণে পূর্ব তিমুরে জরুরি অবস্থা ঘোষণা করেন।
প্রেসিডেন্ট জর্জ রামোস-হোর্তার ওপর হামলার ঘটনায় নিরাপত্তা পরিষদ এক সভাপতির বিবৃতিতে হামলার তীব্র নিন্দা করা হয়েছে। হত্যাকারীকে গ্রেফতারের জন্য বিবৃতিতে পূর্ব তিমুরের সংশ্লিষ্ট পক্ষকে সরকারের সঙ্গে সক্রিয়ভাবে সহযোগিতা করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
১২০ জন সৈন্য ও ৭০ জন পুলিশ নিয়ে গঠিত অস্ট্রেলিয়ার একটি সহায়তা বাহিনী ১২ ফেব্রুয়ারী বিকালে পূর্ব তিমুরের রাজধানি দিলিতে পৌঁছেছে। তারা পূর্ব তিমুরের মোতায়েন ৮০০ জন অস্ট্রেলিয় সৈন্যের সঙ্গে স্থানীয় নিরাপত্তা রক্ষার কাজে সাহায্য করবেন। --ওয়াং হাইমান
|