বর্তমানে চীনের বসন্ত উত্সবে যাত্রী পরিবহন ও দুর্গত এলাকার ত্রাণ কাজ সুশৃঙ্খলভাবে চলছে । ১১ ফেব্রুয়ারী রাতে চীনের রাষ্ট্রীয় পরিষদের কয়লা, বিদ্যুত্ ও তেল সরবরাহ এবং দুর্যোগ প্রতিরোধক পূর্বাভাস পরিকল্পনা কেন্দ্র অতিরিক্ত বৃষ্টি ও অত্যধিক তুষারপাত প্রতিরোধ সংক্রান্ত সর্বশেষ অগ্রগতির কথা জানিয়েছে ।
১১ ফেব্রুয়ারী বিকাল পর্যন্ত চীনের দুর্গোগ কবলিত অঞ্চলের মহাসড়ক ও প্রধান প্রধান সড়কে স্বাভাবিক চলাচল শুরু হয়েছে । তবে হু নান ও ইউয়ুন্নান প্রদেশের কিছু কিছু অঞ্চলে অত্যধিক তুষারপাতের জন্য রাস্তা ঘাট এখনো বন্ধ রয়েছে । চীনের বিভিন্ন বিমান বন্দরের বিমান চলাচলও মোটামোটি স্বাভাবিক হয়েছে । এ ছাড়াও অধিকাংশ দুর্গত প্রদেশেই বিদ্যুত্ নেটওয়ার্ক চালু হয়েছে । চীনের সেনা বাহিনী সক্রিয়ভাবে দুর্গত এলাকার ত্রাণ কাজে সহায়তা দিচ্ছে এবং দুর্গত এলাকার পণ্যদ্রব্যের দাম স্থিতিশীল রয়েছে ।
(ছাও ইয়ান হুয়া)
|