চীনের যোগাযোগ মন্ত্রণালয় সম্প্রতি বলেছে, ২০১০ সালে চীনের পরিবহন ও যোগাযোগের আরো উন্নতি হবে । জানা গেছে, ২০১০ সালে চীনের স্থল ও নৌ পথে যোগাযোগের সুনিশ্চিত ব্যবস্থা আরও সম্পূর্ণ করা হবে, যোগাযোগ নিরাপদ সেবার মান, ত্রাণ সাহায্য ,আবহাওয়ার পূর্বাভাস প্রদানের ক্ষমতা অনেক উন্নত হবে । যাত্রী পরিবহনকালে সৃষ্ট দুর্ঘটনায় নিহতের সংখ্যা অনেক কমে যাবে এবং পরিবহন জাহাজের দুর্ঘটনাও ক্রমাগত কমবে ।
যোগাযোগ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ক্ষেত্রের একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, নিরাপত্তার লক্ষ্যে তত্ত্বাবধান ও যোগাযোগ নিরাপত্তা নিশ্চিত করার সামর্থ্যকে জোরদার করা হবে । নৌ পথের নিরাপত্তায় তত্ত্বাবধান উন্নত করা এবং সংশ্লিষ্ট দীর্ঘমেয়াদী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশপাশি সড়ক যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত করা হবে । সেতুগুলোর নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা ব্যবস্থা চালু করা হবে এবং সড়কপথে যাত্রী ও বিপদজনক পণ্যদ্রব্য পরিবহনে নিরাপত্তার দিকসহ গাড়িতে অতিরিক্ত ভারী পন্যদ্রব্য পরিবহনের ব্যাপারে তত্ত্বাবধান জোরদার করা হবে । (ছাও ইয়ান হুয়া)
|