v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-11 20:43:25    
খেলার জগত

cri

    শুরুতেই  ক্রিকেট

    অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারত ।

    অস্ট্র্রেলিয়ার মাটিতে দাপুটে অস্ট্রেলিয়াকে হারানো একটা গৌরবের ব্যাপার বটে । আর তাই করেছে ভারত । ভারতের খেলার শুরুতেই মনে হয়েছিল খেলায় জেতার সমীকরন সহজ । সহজেই জিততে পারবে তারা । কিন্তু একটু পরেই দেখা গেল সেই সহজ ম্যাচটাই তারা কঠিন করে জিতেছে । এ জয় ভারতকে এনে দিয়েছে আনন্দের বন্যা। এ কারনেই যে, ১৯৮৬ সালের পর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এই প্রথম তারা একটি ম্যাচ জিতল । বোলার ইশান্ত শর্মাই ছিল এ ম্যাচের নায়ক । তার ক্যারিয়ারের সেরা বোলিং৩৭ রানে ৪ উইকেট, তাকে ম্যাচ সেরার মর্যাদা এনে দিয়েছে । এ ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ার ১৫৯ রানে খেলা শেষ হয়ে যায় । অস্ট্রেলিয়াকে এত কম রানে থামিয়ে দেয়ার পেছনে আরেকজন বোলারের অবদানও উল্লেখ না করলেই নয় । তিনি হলেন শ্রীশান্ত । ৩১ রানে তিনি ৪টি উইকেট নিয়েছেন । ওদিকে হাসির ৬৫ রান ছাড়া অস্ট্রলিয়ার ইনিংসে বলার মতো আর কোন স্কোর কারো নেই । হেডেনের ব্যাট থেকে আসে মাত্র ২৫ রান । তাদের ছয়জন ব্যাটসম্যান দু'অঙ্কের রান তুলতে ব্যর্থ হয়েছেন । এরপর ১৬০ রান তাড়া করতে নেমে ভারতের নবীন খেলোয়াড়ের দলটি ১০২ রানে পাঁচ উইকেট হারিয়ে শংকার মধ্যে পড়ে যায় । এর মধ্যে ১৩ রানেই তিন উইকেট হারালে সহজ জয় কঠিন হয়ে ওঠে তাদের জন্য । এ সময় অস্ট্রেলিয় বোলারদের দাপট দেখা যায় । শচীন টেন্ডুলকার তার ৪০০তম একদিনের ম্যাচে ৪৪ রান এবং যুবরাজ মাত্র তিন রানে আউট হয়ে যায় । নবীন খেলোয়াড় রোহিত শর্মা ৩৯ এবং অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৭ রান করলে চাঙ্গা হয়ে ওঠে ভারতীয়রা । ত্রিদেশিয় ওয়ানডে সিরিজে এই জয়ের ফলে ভারত যেন প্রাণ ফিরে পেলো । ১৯৮৬ সালের পর অস্ট্রেলিয়ায় ১৮টি একদিনের ম্যাচে এটি ভারতের দ্বিতীয় জয় । প্রথম জয় এই মাঠেই পেয়েছিল তারা ১৯৮৬ তে ।

    এ খেলায় ম্যান আব দ্য ম্যাচ হয়েছেন ইশান্ত-শর্মা ।

    ভারতের নতুন বিশ্ব রেকর্ড

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচ জেতার মধ্য দিয়ে একটা রেকর্ডও করে ফেলেছে ভারত । সেটি হল একদিনের আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক খেলার রেকর্ড । ৬৭৫তম ম্যাচ খেলে পাকিস্তানকে টপকে তারা শীর্ষে পৌঁছে গেছে । পাকিস্তান খেলেছে ৬৭৪টি ম্যাচ । ৬৭২টি ম্যাচ খেলে অস্ট্রেলিয়া তৃতীয় এবং ওয়েস্ট ইন্ডিজ ৫৮৪টি ম্যাচ খেলে চতুর্থ স্হানে রয়েছে । এর পরে রয়েছে শ্রীলঙ্কা ৫৪১ ম্যাচ, নিউজিল্যান্ড ৫৩৭ ম্যাচ, ইংল্যান্ড ৪৮৩ ম্যাচ এবং দক্ষিণ আফ্রিকা ৪০১ ম্যাচ ।

    ১৯৭১ সালে এই মেলবোর্নেই অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচ শুরু হয় ।

    এর আগে এ সিরিজে অস্ট্রেলিয়া শ্রীলংকাকে হারিয়ে ছিল । প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ২৫৪ রান করে । এ রান তারা করতে নেমে শ্রীলঙ্কা মাত্র ৩১.৩ ওভারে ১২৫ রান তুলতে সক্ষম হয়েছিল । এ খেলা দেখে মনে হয়েছিল যে, ২০০৭ সালের ফাইনাল খেলা হচ্ছে । এ খেলায় কোন প্রতিদ্বন্দিতাই হয় নি ।

    নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ড হেরেছে

    পাঁচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড জয়লাভ করেছে । এই সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামের নিউজিল্যান্ড পর পর দু' ম্যাচেই হেরেছিল ইংল্যান্ডের কাছে । কিন্তু শেষ পর্যন্ত নিউজিল্যান্ড জিততে পারলো । ওয়েলিংটনে এদিন যে ইংল্যান্ডকে দেখা গেছে সেটা বলতে গেলে একেবারে বদলে যাওয়া দল । দুটি টুয়েন্টি টুয়েন্টিতে আগে তারা ব্যাটিং করে ১৮৩ ও ১৯৩ রানে সহজেই জিতেছিল । হলেই বা কী, ৫০ ওভারের এ ম্যাচে তারা যেতে পারে নি তার ধারে কাছেও । ইংল্যান্ড টস জিতলেও ফলাফল গেছে নিউজিল্যান্ডের পক্ষে । এ সিরিজের দ্বিতীয় ওয়ানডে মঙ্গলবার এডমন্টনে আনুষ্ঠিত হবে ।

স্কোর : ইংল্যান্ড - ৪৯.৪ ওভারে ১৩০ এবং নিউজিল্যান্ড ৩০ ওভারে ৪ উইকেটে ১৩১ ।

    এ খেলায় ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন স্কট স্টাইরিস ।

    ফুটবল

    আফ্রিকান নেশন্স কাপের ফাইনালে মিসর লড়তে যাচ্ছে অদম্য সিংহ নামে পরিচিত ক্যামেরুনের । এ মহাদেশীয় ফাইনালে জিতলে আফ্রিকার সবচেয়ে সফল দল হিসেবে ইতিহাসের পাতায় উঠে আসবে ক্যামেরুনের নামটি । মিসর এ পর্যন্ত সর্বাধিক পাঁচবার নেশন্স কাপের শিরোপা জিতে আফ্রিকার সবচেয়ে সফল দল হিসেবে পরিচিতি পেয়েছে । এবার তাদের সর্বাধিক শিরোপায় ভাগ বসাতে পারে অদম্য সিংহরা । তবে এটি সফল করতে হলে ফাইনালে তাদের জিততে হবে । এর আগে প্রথম রাউন্ডে মিসরের কাছে ৪-২ গোলে হারলেও কিছুটা চমক দেখিয়ে ক্যামেরুন ফাইনালে স্হান করে নিতে পেরেছে নিজেকে । ক্যামেরুন আফ্রিকান অঞ্চল থেকে সর্বাধিক পাঁচবার বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে ।

এদিকে আফ্রকান নেশন্স কাপের তৃতীয় স্হান নির্ধারনি খেলায় ঘানা ৪-২ গোলে আইভরি কোস্টকে হারিয়েছে । প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল আইভরি কোস্ট । কিন্তু খেলার শেষ মুহূর্তে দ্রামানের দেয়া গোলে জিতে যায় ঘানা । এর আগে ঘানার পক্ষে তৃতীয় গোলটি করেন আগাগো ।

    শ্প্যানিশ লীগ

    ওদিকে শ্প্যানিশ প্রিমিয়ার লীগে আবারও পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা । তারা ১-১ গোলে ড্র করে সেভিয়ার সঙ্গে । একই দিন ভিলারিয়াল ১-০ গোলে হারায় মার্সিয়াকে । ইংলিশ প্রিমিয়ার লীগে অ্যাস্টন ভিলা ৪-১ গোলে উড়িয়ে দেয় নিউক্যাসল উইনাইটেডকে । আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পার ৩-০ গোলে হারায় ডার্বি কাউন্টিকে । একই দিন বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার ইউনাইটেড ২-১ গোলে হেরে যায় একই শহরের ম্যানচেস্টার সিটির কাছে ।

    দিনের অন্য ম্যাচগুলোতে পোর্টসমাউথ১-০ গোলে বোল্টনকে, এভারটন একই ব্যবধানে রিডিংকে, সান্ডারল্যান্ড ২-০ গোলে উইগান অ্যাথলেটিককে এবং মিডলসবরো ১-০ গোলে ফুলহ্যামকে হারিয়েছে । বামিংহ্যাম সিটি এবং ওয়েষ্টহ্যাম ইউনাইটেডের খেলাটি ১-১ গোলে ড্র হয়েছে ।