সম্প্রতি চীনের দক্ষিণাঞ্চলের দূর্যোগ কবলিত প্রদেশ---হু নান ও কুই চৌ প্রদেশ এবং কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের খাদ্য মন্ত্রণালয় গুরুতর দুর্যোগ এলাকা, বিশেষ করে পাহাড়ী ও প্রত্যন্ত এলাকায় খাদ্য সরবরাহের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।
হু নান প্রদেশের ছেন চৌ শহর দীর্ঘদিন ধরে বিদ্যুত সরবরাহ বন্ধ রয়েছে। খাদ্যের সরবরাহ খুবই জরুরী। হু নান প্রদেশের খাদ্য ব্যুরো ছাং শা ও ই ইয়াংসহ বিভিন্ন স্থানে এক হাজার টন খাবার বিতরণ করেছে।
কুই চৌ প্রদেশেও অন্যান্য প্রদেশ থেকে ৫০ হাজার টন খাদ্য পাঠানো হয়েছে। এ প্রদেশের উ ছুয়াং জেলার কিছু পাহাড়ী কৃষকের বাড়িতে খাবার নেই। স্থানীয় খাদ্য বিভাগ যথাযথ সময়ে এসব কৃষকের মাঝে খাবার বিতরণ করেছে।
কুয়াং সি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলও খাদ্যের চাহিদা মেটানোর জন্য ৫০ হাজার টন খাবার বিতরণ করেছে।
জানা গেছে, এ পর্যন্ত দুর্যোগ এলাকায় খাদ্য সরবরাহের অবস্থা স্বাভাবিক রয়েছে।(লিলু)
|