**শ্রীলংকার প্রধানমন্ত্রীর অভিনন্দন
চীনের ঐতিহ্যবাহী উত্সব --বসন্ত উত্সব উপলক্ষ্যে শ্রীলংকার প্রধানমন্ত্রী রত্নাসিরি ভিক্রমানায়াকে শ্রীলংকা সরকারের পক্ষ থেকে সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমে সকল চীনাদের শুভ নববর্ষের অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, ২০০৮ সাল চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বছর। এ সময় ২৯তম অলিম্পিক গেমস পেইচিংয়ে আয়োজিত হবার কারণে বিশ্বের দৃষ্টি চীনের প্রতি আকৃষ্ট হবে। অলিম্পিক গেমসের ইতিহাসে পেইচিং অলিম্পিক গেমস হবে সবচে' গৌরবময় ক্রীড়া অনুষ্ঠান। তিনি আন্তরিকভাবে চীনা জনগণকে চীনসহ এশিয়া এবং সারা বিশ্বের শান্তি, অগ্রগতি , সমৃদ্ধি এবং উন্নয়নে নতুন অবদান রাখার কামনার কথা জানান। চীন আন্তর্জাতিক বেতার চীন ও শ্রীলংকার ঐতিহ্যবাহী মৈত্রীকে জোরদারের নিরলস চেষ্টা করেছে বলে তিনি বেতারের প্রশংসা করেন।
**সন্ত্রাস দমন পাকিস্তানের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ:মুশাররফ
পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ ৯ ফেব্রুয়ারী বলেছেন , দেশের স্বার্থ এবং সমাজের স্থিতিশীলতা ও উন্নয়ন রক্ষার জন্য পাকিস্তান সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমন করবে ।
সফররত মার্কিন যৌথ বাহিনীর প্রধান মাইকেল মুল্লেনের সঙ্গে বৈঠককালে মুশাররফ এ কথা বলেছেন । তিনি মুল্লেনকে উপজাতি অঞ্চলের সন্ত্রাস দমন কৌশলসহ পাকিস্তানের সন্ত্রাস ও উগ্রবাদ দমনের কৌশলের কথাও জানিয়েছেন ।
**ভূট্টোর উইল প্রকাশিত
৬ জানুয়ারী পাকিস্তানের ডেইলী টাইমস পত্রিকার খবরে প্রকাশ , পাকিস্তানের পিপলস পার্টি ৫ জানুয়ারী আনুষ্ঠানিকভাবে সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভূট্টোর উইল প্রকাশ করেছে ।
পিপলস পার্টির জনসংযোগ সচিব শেরি রহমান এ সম্পর্কে বলেছেন , পিপলস পার্টির বিরোধী কয়েকটি দল বেনজির ভূট্টোর উইল সম্পর্কে যুক্তিহীন সন্দেহ প্রকাশ করে আসছিল । তাদের উদ্দেশ্য হল দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি করা । তাই পিপলস পার্টি উইলের বিষয়টি জনগণের অবগতির জন্য ও তথ্য মাধ্যমে প্রকাশ করার সিদ্ধান্ত নেয়। যাতে বিরুদ্ধাচারণকারী দলের চক্রান্ত ব্যর্থ এবং পিপলস পার্টির ঐক্য বজায় রাখতে পারা যায় ।
**আফগানিস্তানে তুষারপাতে ৭৬০জনেরও বেশি নিহত
চলতি বছর আফগানিস্তানে তুষারপাতে মোট ৭ শো ৬০জনেরও বেশি নিহত এবং প্রায় ২ লাখ ৩০ হাজার গরু মারা গেছে। আফগানিস্তানের দুর্ঘটনা বিষয়ক প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন , " শীতকাল শুরুর পর থেকে এ পর্যন্ত সারা দেশে মোট ৭৬৩ জন তুষারপাতের ফলে নিহত" হয়েছে।
সম্প্রতি আফগানিস্তানের সকল স্থানেই বিরল তুষারপাত হয়েছে বলে অনেক এলাকায় তুষার দুর্ঘটনা ঘটেছে। এতে মধ্য -পশ্চিমাঞ্চলের হেরাত এবং বাদগিস প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। একই সঙ্গে তুষার দুর্ঘটনার কারণে বিভিন্ন প্রদেশের সংশ্লিষ্ট প্রধান প্রধান সড়কও বন্ধ হয়ে গেছে। বর্তমানে বিভিন্ন এলাকায় সরবরাহ ব্যবস্থা চালু করা খুবই জরুরি।
**ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীরা আফগানিস্তানসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন
ন্যাটোর ২৬টি সদস্য দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা ৭ ফেব্রুয়ারী থেকে লিথুয়ানিয়ার রাজধানী ভিলনিউসে অনানুষ্ঠানিক এক সম্মেলনে অংশ নিচ্ছেন। তাঁরা আফগানিস্তান, কসোভো ও ন্যাটোর রূপান্তরসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।
সম্প্রতি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী রবার্ট গেটস আফগানিস্তানের সমস্যায় প্রকাশ্যে ন্যাটোর সমালোচনা করেছেন। এ কারণে ন্যাটোর নেতৃত্বাধীন আফগানিস্তানের শান্তি রক্ষী এবং অর্থনীতি পুনর্গঠনের কাজ এবারের সম্মেলনের প্রধান বিষয়ে পরিণত হয়েছে। ৭ ফেব্রুয়ারী ন্যাটোর মহাসচিব জাপ দ্য হুপ শেফার সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, ন্যাটোর প্রধান লক্ষ্য হলো বিভিন্ন স্থানে ন্যাটোর অভিযানে সাফল্য অর্জন করা। এর মধ্যে আফগানিস্তানে অভিযানের বিষয়টি ন্যাটোর প্রধান কাজ ছিল।
এদিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্সা রাইস ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ডের সঙ্গে হঠাত্ করে আফগানিস্তান সফর করেছেন। তাঁরা কাবুলে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে আফগানিস্তানের বর্তমান অবস্থা এবং আফগানিস্তানে ন্যাটোর সৈন্য মোতায়নের সমস্যা নিয়ে বৈঠক করেছেন।
বৈঠক শেষে রাইস এক যৌথ সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট দেশগুলোকে আফগানিস্তানে মোতায়েন তাদের বাহিনীর সংখ্যা বৃদ্ধি এবং আফগানিস্তানের সরকারী বাহিনীর প্রশিক্ষণ জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। এর ফলে আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর শক্তি আরো উন্নত করা সম্ভব হবে। একমাত্র সংশ্লিষ্ট দেশগুলোর সাহায্যের মাধ্যমেই আফগানিস্তানে দীর্ঘকালীন শান্তি ও স্থিতিশীলতা বাস্তবায়ন করা যাবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|