v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-11 17:21:59    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৮/২/১১

cri
    দক্ষিণ পশ্চিম চীনের ছুং ছিং শহরে লিয়াং ফু পিংয়ের নাম প্রায় সবাই জানে। তাঁর গলা খুব ভাল। তিনি শুধু গান গাইতে পারেন তা নয়, নিজেও গান লেখেন। তার পায়ে সমস্যা আছে বলে তিনি সবসময় গিটার এবং লাঠি একসাথে বহন করেন। লিয়াং ফু পিং অনেক সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং নিজের একক অ্যালবামও বের করেছেন। যত কষ্টই তিনি পান না কেন হাসি মুখে বলেন, 'কোনো সমস্যা নেই'। ১২ ফেব্রুয়ারী সংস্কৃতির সম্ভার আসরে ইয়াং ওয়েই মিং প্রতিবন্ধী গায়ক লিয়াং ফু পিংয়ের গল্প পড়ে শোনাবেন।

    চীনের কুয়াংশি চুয়াং জাতি স্বায়ত্তশাসিত অঞ্চলের চিংশি জেলার চুওচৌ গ্রামকে "রঙিন রেশমী বলের জন্মভূমি" বলে অভিহিত করা হয়। এখানকার অধিবাসীরা চুয়াং জাতির ঐতিহ্যবাহী হস্তশিল্প পণ্য-রঙিন রেশমী বল তৈরী করে থাকেন। রঙিন রেশমী বল শিল্পের উন্নয়নের পাশাপাশি চুওচৌ গ্রামে পর্যটন শিল্পও বিকাশ লাভ করেছে। এই গ্রামে প্রথম বারের মত চুয়াং জাতির প্রাকৃতিক যাদুঘরও গড়ে তোলা হয়েছে। ১৩ ফেব্রুয়ারী ওরা অনন্য অনুষ্ঠানে থান ইয়াও খাং রঙিন রেশমী বলের জন্মভূমি-চুওচৌ সম্পর্কে আপনাদের জানাবেন।

    মধ্য চীনের ছাংশা শহরের সরকারী ভবনে প্রতি দিনই একজন বিদেশীকে দেখা যায়। তিনি হলেন ছাংশা পৌর সরকারের প্রথম বিদেশী ক্যাডার লী জংতায়ে। লী জংতায়ের বয়স ৬০ বছরেরও বেশি। তিনি অবসর নেয়ার আগে দক্ষিণ কোরিয়ার এলজি গ্রুপের দায়িত্ব পালন করেছিলেন। তার প্রধান দায়িত্ব হল বিদেশী ব্যবসায়ীদেরকে ছাংশার কথা বর্ণনা করা। তিনি ছাংশা শহরের পুঁজি সংগ্রহ ও বিনিয়োগের জন্য অনেক অবদান রেখেছেন। ১৪ ফেব্রুয়ারী অর্থনীতির অগ্রযাত্রা অনুষ্ঠানে আপনারা লী জংতায়ের সম্পর্কে জানতে পারবেন।

    ইয়েন থাই শহর চীনের পূর্বাঞ্চলের শানতুং প্রদেশে অবস্থিত। এ শহরটি হুয়াং সমুদ্র ও পো সমুদ্রের সঙ্গে সংলগ্ন। তাকে চীনের "হুয়াং সমুদ্রের মুক্তা" বলে অভিহিত হয়। ইয়েন থাই এর প্রাকৃতিক সম্পদ প্রচুর। এ স্থানটি হচ্ছে চীনের অন্যতম মত্স শিল্পের ভিত্তি। চীনের প্রথম ১৪টি উপকূলীয় উন্মুক্ত শহরের অন্যতম হিসেবে ইয়েন থাই উত্তর চীনের অপেক্ষাকৃত উন্নত অঞ্চলে পরিণত হয়েছে। পাই শি নামক সাংস্কৃতিক ধ্বংসাবশেষ হচ্ছে এই শহরের সভ্যতার উত্স স্থান। এর ইতিহাস ৭০০০ বছরেরও বেশি। ১৪ ফেব্রুয়ারী চলুন বেড়িয়ে আসি আসরে ছাও ইয়েন হুয়া ও আবাম ছালাউদ্দিন আপনাদের ইয়েন থাইকে পরিচয় করিয়ে দেবেন।

    চাষাবাদে তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে একটি আধুনিক পদ্ধতি। কৃষি পণ্যের উত্পাদন, বিক্রি, পরিবহন ও অন্যান্য সংশ্লিষ্ট প্রক্রিয়ায় প্রতিটি স্তরে এই প্রযুক্তি দারুণ সহায়ক। এতে বাজারের চাহিদা পূরণ এবং আরো বেশী মুনাফা অর্জন করা সম্ভব হয়। বর্তমানে তথ্য প্রযুক্তির ব্যবহার চীনের কৃষকদের ধনী হওয়ার পথ সুগম করে দিয়েছে। ১৫ ফেব্রুয়ারী সেই গ্রাম এই জীবন আসরে লিলি চীনের দক্ষিণাঞ্চলের হাইনান প্রদেশের হাইখৌ শহরের কৃষকদের জীবনে তথ্য প্রযুক্তি যে কল্যাণ বয়ে এনেছে সে সম্পর্কে আপনাদের জানাবেন।

    প্রতি বছর বসন্ত উত্সবের রাতে চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র নানা ধরণের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান প্রচার করে। এ বছরও তাই। ১৬ ফেব্রুয়ারী সুরের ভুবন অনুষ্ঠানে আমি বসন্ত উত্সব উপলক্ষে চীনের সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত টেলিভিশন সাংস্কৃতিক অনুষ্ঠানের সার কথা শোনাবো। আশা করি, আপনারা সময় মতো অনুষ্ঠানটি শুনবেন।

    বন্ধুরা, তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি। (ইয়ু কুয়াং ইউয়ে)