v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-14 20:12:11    
ইয়ান থাই শহর

cri

    ইয়ান থাই শহর শানতুং উপদ্বীপের মধ্যাঞ্চলে অবস্থিত, চীনের অন্য একটি বিখ্যাত শহর তালিয়ান তার মুখোমুখি রয়েছে। ইয়ান থাই-এর আয়তন প্রায় ১৩ হাজার ৭ শ' বর্গকিলোমিটার, শহরের আয়তন প্রায় ২ হাজার ৬৪৩ বর্গকিলোমিটার । শহরটিকে ঘিরে সমুদ্র লাইনের দৈর্ঘ্য ৭০২.৫ কিলোমিটার । ইয়ান থাই শহর উঁচু পতিত এলাকা ও ছোট পাহাড় এলাকা নিয়ে গড়ে উঠেছে । পাহাড়ের আয়তন শহরের মোট আয়তনের ৩৬.৬২ শতাংশ । ছোট পাহাড়ী অঞ্চল শহরের মধ্যাঞ্চলে অবস্থিত । এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০০ মিটার । শহরের সবচেয়ে উচুঁ পাহাড়ের নাম খুনলুন পাহাড় । এর উচ্চতা ৯২২.৮ মিটার । উঁচু পতিত এলাকা ইয়ানথাই শহরের পাহাড়াঞ্চলীয় এলাকায় অবস্থিত, সেখানকার মাটি ফলনশীল ,ইয়ানথাইয়ের আপেল, নাশপাতি এবং চেরি গুণগতমানের দিক থেকে বিশ্বে সুনামের অধিকারী ।

    ইয়ানথাইয়ের প্রাকৃতিক সম্পদ প্রচুর । চীনের মত্স্য শিল্পের কেন্দ্র হিসেবে চিংড়ি মাছ, আবালোন,কম্বুসহ ৭০টিরও বেশি সমুদ্রের শ্রেষ্ঠ সম্পদ পাওয়া যায় । এছাড়া, ইয়ানথাই চীনের গুরুত্বপূর্ণ স্বর্ণ উত্পাদন কেন্দ্র হিসেবে স্বর্ণের মজুত পরিমাণের দিক থেকে চীনের প্রথম স্থানে রয়েছে এবং এর উত্পাদন পরিমাণ চীনের মোট পরিমাণের প্রায় ৪ ভাগের ১ ভাগ ।

    ইয়ানথাই চীনের ১৪টি সাগরবেষ্টিত উন্মুক্ত শহরের অন্যতম এবং হুয়াংহাই ও বোহাই সাগরীয় অর্থনৈতিক অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ । চীনের বৈদেশিক উন্মুক্তকরণ নীতি চালু হওয়ার পর ইয়ানথাইয়ের অর্থনীতির প্রবৃদ্ধি হয়েছে । বর্তমানে ইয়ানথাইয়ের মেশিন, স্থাপত্য কাঁচামাল, ইলেকট্রোনিক ও ওষুধসহ বিভিন্ন শিল্প উন্নত হচ্ছে এবং শিল্প প্রতিষ্ঠানের সংখ্যা ২৭০০টিরও বেশি ।

    এছাড়া, ইয়ানথাই পর্যটন সম্পদে সমৃদ্ধ । পাহাড় ও সমুদ্র থাকার কারণে এখানে জাতীয় পর্যায়ের বন পার্ক এবং পাখির জন্য সংরক্ষিত এলাকা বেশি । পৃথিবীর স্বর্গ--ফেংলাই, সমুদ্রের দেবতা পাহাড় ছাংতাও দ্বীপ এবং লাইচৌ ইউয়ুনফেং পাহাড়ের খোদাই পাথরসহ বিভিন্ন সুন্দর প্রাকৃতিক ও সাংস্কৃতিক পর্যটন স্থান দেশ বিদেশের অনেক পর্যটককে আকৃষ্ট করে । ২১ শতাব্দীর শুরু থেকেই ইয়ানথাই শহর বিশ্বের অর্থনীতির উন্নয়নে বৈদেশিক উন্মুক্তকরণ সম্প্রসারণ করে আধুনিক আন্তর্জাতিক বন্দর শহরে পরিণত হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে ।