v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-10 20:02:59    
সাত পশ্চিমা দেশের অর্থমন্ত্রীদের সম্মেলন আর্থিক বাজারে সুফল বয়ে আনেনি

cri

    ৭ পশ্চিমা দেশের অর্থমন্ত্রী এবং কেন্দ্রী ব্যাংকের প্রধানদের সম্মেলন ৯ ফেব্রুয়ারী জাপানের টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে বিশ্ব আর্থিক বাজারের অস্থিতিশীল অবস্থার নিরসণ । তবে সম্মেলন আর্থিক বাজার কোন ফলাফল হয়নি।

    ১০ ফেব্রুয়ারী এ এফ পি সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, আর্থিক বাজারের বিসৃঙ্খলা দ্রুত নিয়ন্ত্রণের জন্য এবারের সম্মেলনে এ সংশ্লিষ্ট সমাধানের উপায় অনুসন্ধান করা হয়নি। পুঁজি বিনিয়োগকারীদের অস্থির মনোভাবও প্রশমিত করার ব্যবস্থা হয়নি। এ অবস্থার প্রেক্ষাপটে বাজারে অস্থিবতা আরো বেড়েছে।

    এ এফ পি'র সংশ্লিষ্ট প্রতিবেদকের বরাত দিয়ে বলেছে, বর্তমানে বাজারের স্থিতিশীলতার জন্য দ্রুত ব্যবস্থা প্রয়োজন এবং এর পাশাপাশি উভয় ক্ষেত্রের সমস্যারও সমাধান করতে হবে। একটি হচ্ছে আর্থিক বাজারের অস্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা। আরেকটি হচ্ছে মার্কিন অর্থনীতির নিম্নমুখী প্রবণতা এড়ানো। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতৈক্যে পৌঁছাতে সক্ষম হয়নি। উল্লেখ্য, মার্কিন অর্থমন্ত্রী হেণরী পলসনসহ কিছু কিছু মার্কিন সরকারী কর্মকর্তা এখনও বলছেন যে, মার্কিন অর্থনীতিতে নিম্নমুখী প্রবণতা সৃষ্টি হয়নি। শুধু সুচক সামান্য নীচে নেমেছে।

    এ.পি সূত্রে জানা গেছে, এবারের সম্মেলনে আর্থিক বাজারের স্থিতিশীলতা বজায় রাখার জন্য অংশগ্রহণকারীগণ সংশ্লিষ্ট ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এ সংশ্লিষ্ট নির্দিষ্ট কোন ব্যবস্থা নির্ধারণ করা হয়নি।--ওয়াং হাইমান