আবাসন সমস্যা জনগণের জীবনযাপনের উত্তপ্ত সমস্যা বলে সবসময় সমাজের সজাগ দৃষ্টি আকর্ষণ করে। সম্প্রতি চীনের পুর্ত উপমন্ত্রী চিয়াং ওয়েই সিন বলেছেন, ২০০৮ সালে পুর্ত মন্ত্রণালয় বিশেষ করে মধ্য ও নিম্ন আয়ের পরিবারগুলোর আবাসন উন্নয়নের চাহিদা মেটানোর ওপর দৃষ্টি দেবে। তারা আবাসনের নিশ্চয়তা বিধান জোরদার করার জন্য বাস্তব ব্যবস্থা নেবে এবং বাড়ির দাম স্থিতিশীল করবে।
চিয়াং ওয়েই সিন ব্যাখ্যা করেছেন, এ বছর পুর্ত মন্ত্রণালয় প্রধানতঃ তিনটি কাজ করবে। প্রথমতঃ শহরাঞ্চলের নিম্ন আয়ের পরিবারগুলোর আবাসন সমস্যা সমাধানের চেষ্টা করবে। সস্তা দামে ভাড়া করা বাড়ি ও স্বল্প মূল্যের আবাসন নির্মাণের কাজ দ্রুততর করবে এবং নির্মাণের সংখ্যা বাড়াবে। দ্বিতীয়তঃ মধ্য বিত্ত পরিবারগুলোর আবাসন সমস্যা সমাধানে সাহায্য করবে। স্বল্প মূল্যে মাঝারী ও ছোট আকারের সাধারণ বাণিজ্যিক আবাসনের সরবরাহ বাড়াবে। তৃতীয়তঃ আবাসনের দামের ওপর তত্ত্বাবধান জোরদার হবে, আবাসনের দামের অতি দ্রুত বৃদ্ধি দমন করা হবে, রিয়্যাল এস্টেট শিল্পের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের বিষয়টিকে নিয়ন্ত্রণ করা হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|