চীনের রাষ্ট্রীয় পরিষদের কয়লা, বিদ্যুত্ ও তেল পরিবহন এবং দুর্যোগ প্রতিরোধ জরুরী অবস্থা মেকাবিলা সংক্রান্ত পরিচালনা কেন্দ্র ৯ ফেব্রুয়ারী পেইচিংয়ে একটি বিশেষ অধিবেশনের আয়োজন করে। অধিবেশনে দুর্যোগ কবলিত পাহাড়ী ও প্রত্যন্ত অঞ্চলে উদ্ধার কাজ জোরদার করা, যথাসাধ্য পাহাড়ী ও প্রত্যন্ত অঞ্চলের দুর্গত জনসাধারণের মৌলিক জীবন-যাপন নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়েছে।
অধিবেশনে জোর দিয়ে বলা হয়েছে, পাহাড়ী ও প্রত্যন্ত অঞ্চলের দুর্যোগ উদ্ধার কাজের নেতৃত্ব ও সার্বিক সমন্বয় জোরদার করতে হবে। সেখানকার দুর্গত জনসাধারণের মৌলিক জীবন-যাপন নিশ্চিত করতে হবে। অস্থায়ী আর্থিক সাহায্য সময় মতো তৃণ মূল এলাকায় পৌঁছে দিতে হবে। যাতে জনসাধারণের খাওয়া, পড়া, থাকা ও চিকিত্সা নিশ্চিত করা যায়। তা ছাড়া পাহাড়ী ও প্রত্যন্ত অঞ্চলের দুর্গত জনসাধারণের উত্পাদন পুনরুদ্ধারে সাহায্য করতে হবে। দুর্যোগে ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর পুনর্বাসনের কাজ দ্রুততর করতে হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|