৯ ফেব্রুয়ারী রাতে একদিনব্যাপী সাতটি পশ্চিমা দেশের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের প্রধানদের সম্মেলন জাপানের টোকিওতে শেষ হয়েছে । সম্মেলনের পর প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে বিশ্বের অর্থনীতির উন্নয়নে যে অস্থিতিশীলতার দিক বেড়ে গেলেও তবে তার ভিত্তি স্থিতিশীল রয়েছে ।
বিবৃতিতে বলা হয়েছে, বিশ্বের অর্থনীতির সম্মুখীন সংকট হল মার্কিন সেকেন্ডারী ঋণের সংকটের প্রভাব বেড়ে যাওয়া, আর্থিক বাজারের বিশৃঙ্খল অবস্থা এবং তেলসহ বিভিন্ন কাঁচামালের দাম অব্যাহতভাবে বাড়তে থাকা । আর্থিক বাজারের স্বাভাবিকীকরণের জন্য বিবৃতিতে বলা হয়েছে, সাত পশ্চিমা দেশের কেন্দ্রীয় ব্যাংকের উচিত বাজারের বিনিময় সুনিশ্চিত করা এবং বাজারের জন্য যথেষ্ট পুঁজি সরবরাহ করা । বিভিন্ন আর্থিক সংস্থার উচিত যথা সময়ে মার্কিন সেকেন্ডারী ঋণ সংকটের সঙ্গে সম্পর্কিত ক্ষয়ক্ষতির হিসেব প্রকাশ করা । বিবৃতিতে আরও বলা হয়েছে, বিভিন্ন দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে অর্থনীতির স্থিতিশীল বৃদ্ধিকে সুনিশ্চিত করা উচিত এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক আর্থিক সংস্থা তত্ত্বাবধান ও প্রশাসনিক ব্যবস্থা জোরদার করে বিশ্বের আর্থিক বাজারের অস্থিতিশীলতা সম্পর্কেপূর্বাহ্নেই সতর্ক দেয়া উচিত । বিবৃতিতে চীনের মুদ্রা নীতিকে স্বাগত জানানো হয়েছে ।
স্বাগতিক দেশ জাপানের অর্থমন্ত্রী নুকাগা ফুকুশিরো সম্মেলনের পর বলেন, সাত পশ্চিমা দেশ একমত হয়েছে যে,সংশ্লিষ্ট দেশের উচিত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সম্মিলিতভাবে আন্তর্জাতিক আর্থিক বাজারের অস্থিতিশীলতা সমন্বয় করা ।
সাত পশ্চিমা দেশের মন্ত্রী এবং চীন, রাশিয়া ও দক্ষিণ কোরিয়াসহ বিভিন্ন দেশের অর্থমন্ত্রীদের সংলাপ সম্মেলনে চীনের অর্থমন্ত্রী সিয়ে স্যু রেন বলেন, চলমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিতভাবে চ্যালেঞ্জের মোকাবিলা করা এবং বিশ্বের অর্থনীতি ও আন্তর্জাতিক আর্থিক বাজারের স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করা । তিনি উল্লেখ করেন, প্রধান প্রধান উন্নত দেশগুলোর উচিত কার্যকর ব্যবস্থা নিয়ে বিশ্বের অর্থনীতি ও আন্তর্জাতিক আর্থিক বাজার স্থিতিশীল করার দায়িত্ব পালন করা । তিনি বলেন, চীন সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে বিশ্বের অর্থনীতির স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নের জন্য অবদান রাখতে আগ্রহী ।
(ছাও ইয়ান হুয়া)
|