চলতি বছর শুরুতে চীনের দক্ষিণ ও মধ্যাঞ্চলেঅতিরিক্ত বৃষ্টি ও অত্যধিক তুষারপাত হয়েছে । সারাদেশে দুর্যোগের বিচ্ছিন্ন হওয়া বিদ্যুত লাইনের সংখ্যা ১০ হাজারেরও বেশি । ১০ ফেব্রুয়ারী চীনের বিদ্যুত্ তত্ত্বাবধান কমিটি পরিবেশিত এক তথ্যে জানা গেছে, ক্ষতিগ্রস্ত লাইনগুলো মেরামতের পর ৬৫০০টিরও বেশি লাইন পুনরায় চালু হয়েছে । যা মোট সংখ্যার ৬৫ শতাংশে দাঁড়িয়েছে ।
১০ ফেব্রুয়ারী বিদ্যুত্ তত্ত্বাবধান কমিটির পরিসংখ্যান থেকে জানা গেছে, বর্তমানে চীনের অধিকাংশ বিদ্যুত্ নেটওয়ার্কস্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে । ৮ ফেব্রুয়ারী পর্যন্তশুধু মাত্র ইউয়ুন্নান এবং কুইচৌ প্রদেশে বিদ্যুত্ সরবরাহ চালু হয় নি ।
(ছাও ইয়ান হুয়া)
|