বিশ্ব বাণিজ্য সংস্থার কৃষি আলোচনা গ্রুপের চেয়ারম্যান ক্রাফোর্ড ফালকোনার এবং অকৃষি পণ্য বাজারে প্রবেশের আলোচনা গ্রুপের চেয়ারম্যান ডন ষ্টিফেনসন ৮ ফেব্রুয়ারী দুটি আলোচনার প্রসঙ্গ নিয়ে নতুন আপোষ প্রস্তাবের কথা ঘোষণা করেছেন। এ প্রস্তাবের উদ্দেশ্য হচ্ছে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য দেশগুলোকে একমত হয়ে চলতি বছর শেষের আগেই দোহা আলোচনা সার্বিকভাবে শেষ করার চেষ্টা করা।
ফালকোনার কৃষি সমস্যায় প্রস্তাব করেছেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যন্তরীণ কৃষি ভর্তুকির পরিমান প্রতি বছর ১৩ বিলিয়ন থেকে ১৬.৪ বিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত কমিয়ে দেবে। এ পরিমান গত বছর জুলাই মাসের সমান।
অকৃষি পণ্য সমস্যা সংক্রান্ত নতুন প্রস্তাবে ষ্টিফেনসন প্রধান উন্নয়নশীল সদস্যগুলোর শিল্পজাত দ্রব্যের শুল্কের হার ২৩ শতাংশ কমানোকে সমর্থন দিয়েছেন। তবে উন্নয়নশীল সদস্যগুলো মনে করে, এই প্রস্তাব ন্যায় সংগত নয়।
এদিন চেয়ারম্যানদ্বয় এক সংবাদ সম্মেলনে বলেছেন, জুলাই মাসের প্রস্তাবের চেয়ে নতুন প্রস্তাবে খুব বেশি পরিবর্তন করা হয় নি। (লিলু)
|