সম্প্রতি প্রবাসী চীনা ও চীনা বংশোদ্ভুত বিদেশীরা চীনের দক্ষিণাঞ্চলের মারাত্মক আকারের তুষার দুর্যোগের ওপর সজাগ দৃষ্টি রাখছেন। তাঁরা দুর্গত অঞ্চলের সাহায্যার্থে বিভিন্ন স্থানে চাঁদা সংগ্রহ অনুষ্ঠানেরও আয়োজন করেছেন।
৮ ফেব্রুয়ারী স্পেন প্রবাসী চীনা ও চীনা আর্থিক বংশোদ্ভুত বিদেশীরা ১০ লাখ ইউয়ান রেনমিনপিরও বেশি মূল্যের সাহায্য করেছেন। স্পেনে চীনা রাষ্ট্রদূত ছিউ সিয়াও ছি প্রবাসী চীনাদের সাহায্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি প্রবাসী চীনাদের দেশপ্রেমের ভূয়সী প্রশংসা করেছেন।
একই দিন চীনের বিখ্যাত আলোকচিত্রশিল্পীদের একটি যৌথ প্রদর্শনী নিউইয়র্কে শুরু হয়েছে। প্রদর্শনীর সকল আয় চীনের দুর্গত অঞ্চলকে প্রদান করা হবে।
তা ছাড়া, নেদারল্যান্ডস, সেনেগাল ও গ্যাবোনসহ বিভিন্ন দেশে চীনের দূতাবাসের কর্মকর্তা, চীনের পুঁজি বিনিয়োজিত সংস্থার প্রতিনিধি ও প্রবাসী চীনারা পৃথক পৃথকভাবে চাঁদা সংগ্রহের জন্য নানা তত্পরতার আয়োজন করেছেন এবং দেশের দুর্যোগ সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)
|