চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব দক্ষিণ চীনের অতিরিক্ত তুষারপাত ও হিমবাহ কবলিত দুর্গত এলাকার লোকেরা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করেছেন ।
হু নান প্রদেশের ছেন চৌ শহরে কয়েক শোরও বেশি লোক রঙ বেরঙের কাপড় পরে শহরের চত্তরে ড্রাগন ও সিংহ নৃত্য পরিবেশন করে ঐতিহ্যিক বসন্ত উত্সব উদযাপন করেছেন । বেশ কয়েকটি শিল্পী দল রাস্তায় রাস্তায় পথচারীদের বিভিন্ন অনুষ্ঠান প্রদর্শন করে। ছেং চৌ'র সংশ্লিষ্ট বিভাগ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে । তা ছাড়া সিনেমা হলগুলো নিজেদের বিদ্যুত্ উত্পাদনকারী জেনারেটরের সাহায্যে লোকজনকে সিনেমা দেখিয়েছে ।
কুয়াং চৌতে তুষারপাতের জন্য যে শ্রমিকরা নিজের বাড়িতে যেতে পারেন নি , তারা সেখানে নিজের জন্মস্থানের মতই একটি অনন্য বসন্ত উত্সব কাটিয়েছেন । তারা কুয়াং চৌ'র দর্শনীয় স্থানগুলোও ভ্রমণ করেছেন । তা ছাড়া , কুয়াং সি ও কুই চৌসহ বিভিন্ন প্রদেশের লোকজন মন্দির মেলায় যাওয়া , নাচ-গানের অনুষ্ঠান দেখা , বিনাটিকেটে পার্কে বেড়াতে যাওয়াসহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উত্সবটি কাটিয়েছেন । (শুয়েই ফেই ফেই )
|