বসন্ত উত্সবে চীনের মূলভূভাগ থেকে হংকং ও ম্যাকাওয়ে গুণগত মানসম্পন্ন যথেষ্ট পরিমাণ হাঁস-মুরগি, খাদ্যশস্য, তেল, মাংস, ডিম, দুধ, ফল ও শাক-সব্জী সরবরাহ করা হয়েছে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে যে, হংকং ও ম্যাকাওয়ে কৃষিজাত পণ্যদ্রব্য সরবরাহের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠিন অবস্থা অতিক্রম করে ইতিবাচকভাবে টাটকা ও হিমায়িত পণ্যের পরিমাণ বাড়ানোর চেষ্টা করতে হবে। কোয়ারেনটাইন বিভাগ হংকং ও ম্যাকাওয়ে প্রেরিত পণ্যদ্রব্য পরীক্ষার মাত্রা জোরদার করবে এবং শুল্ক বিভাগের নীতিমালা মেনে চলার ব্যাপারে সুবিধাজনক সেবা প্রদান করবে।
জানুয়ারী মাসের মাঝামাঝি সময় থেকে দক্ষিণ চীনের কিছু কিছু অঞ্চলে ব্যাপক বৃষ্টি ও অত্যঠিক তুষার পাত হওয়ায় খাদ্যদ্রব্য সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। হংকং ও ম্যাকাওয়ের বাজারে খাদ্যদ্রব্য সরবরাহের ওপর যাতে দুর্যোগের প্রভাব না পড়তে পারে সে জন্য চীনের বাণিজ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সফল ব্যবস্থা নিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|