পেইচিং অলিম্পিক গেমসের আগেই পাতাল রেলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষার পরিকল্পনা করেছে। যাতে পাতাল রেলের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা যায়।
জানা গেছে, নিরাপত্তা পরীক্ষা ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে মানুষের শরীর পরীক্ষা, যন্ত্রের মাধ্যমে ও কুকুর দিয়ে পরীক্ষা। সম্প্রতি পেইচিংয়ের কয়েকটি পাতাল রেল স্টেশনে নিরাপত্তা পরীক্ষামূলক কাজ শুরু হয়েছে। এর মাধ্যমে যাত্রীদের বহন করা সহজে বিস্ফোরিত হয়, এমন পণ্য পাতাল রেলে প্রবেশ করতে না পারে। পেইচিংয়ের পাতাল রেল পরিচালনা বিভাগ ও ট্রাফিক পুলিশ বিভাগ মনে করে, অলিম্পিক গেমস আয়োজনের আগেই পেইচিংয়ের পুরো পাতাল রেলে নিরাপত্তা পরীক্ষা বাস্তবায়িত হলে পেইচিংয়ের পাতাল রেলে নিরাপদ পরিবেশ সৃষ্টি হবে।
বর্তমানে পেইচিংয়ের পাতাল রেল প্রতিদিন ৩০ লাখ যাত্রী বহন করে। (ইয়ু কুয়াং ইউয়ে)
|