প্রিয় শ্রোতাবন্ধুরা, শীতের চাদরে ঘেরা সুদূর পেইচিং থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমি আপনাদের প্রিয় বন্ধু লিলি। এক সপ্তাহ পর আবার আপনাদের সঙ্গে চাওয়া পাওয়া অনুষ্ঠানে সুরেলা ও সুন্দর গান শোনার সুযোগ পেয়ে আমি খুব খুশি।
বাংলাদেশের ঢাকার মো: মোশারফ হোসেন আমাদের অনুষ্ঠানে রুনা লায়লার কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, রুনা লায়লা হচ্ছেন আমারও একজন প্রিয় শিল্পী। আসুন, সবাই একসঙ্গে তাঁর কন্ঠে "যখন থামবে" গানটি শুনি।
বাংলাদেশের বিবাড়ীয়া জেলার সি আর আই ফ্যান ক্লাবের সভাপতি মো: মাজহারুল হক তাঁর চিঠিতে লিখেছেন, আমি চাওয়া পাওয়াতে বাংলাদেশের বিখ্যাত শিল্পী আব্দুল জাব্বারের কন্ঠে একটি গান শুনতে চাই। গানের কলি হলো: সালাম, সালাম, হাজার সালাম, সকল শহীদ স্মরণে। দুঃখিত, ভাই, গানটি আমার হাতে নেই। এখন আমি আব্দুল জাবারের কন্ঠে আরেকটি গান শোনাচ্ছি। গানের নাম "শত্রু তুমি বন্ধু তুমি"।
বাংলাদেশের নঁওগা জেলার মো: জুয়েল আল জুয়েল আমাদের অনুষ্ঠানে হাসানের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, প্রিয় বন্ধু, আপনি এখন যে গান শুনছেন তা হচ্ছে "সীমাবদ্ধ একাকী ভাবনায়"নামের হাসানের গাওয়া একটি গান। সবাই আসুন, পুরো গানটি শোনা যাক।
বাংলাদেশের বগুড়া জেলার শোলার তাইড় গ্রামের প্রিয় জন্মভূমি বেতার সংঘের সাধারণ সম্পাদক এম.মিনহাজ উদ্দিন বিপুল আমাদের অনুষ্ঠানে আগুনের কন্ঠে যে কোন একটি গান শুনতে চেয়েছেন। আচ্ছা, এটা তো খুব কঠিন নয়। এখন আমার সঙ্গে আগুনের গাওয়া "একি ছাদের নীচে" গানটি শুনুন।
আচ্ছা, প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের চাওয়া পাওয়া এখানেই শেষ করছি। আশা করি, আপনারা আগের মতো ভবিষ্যতেও আমাদের অনুষ্ঠানটি শুনতে ভুলবেন না। আজকের অনুষ্ঠান শোনার জন্য অনেক ধন্যবাদ। সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আবার কথা হবে আগামী সপ্তাহে। (লিলি)
|