*চলতি বছর চি লিন ৬ লাখ গ্রামবাসীর পানীয় জল সমস্যার সমাধান করবে
চলতি বছর চি লিন প্রদেশ গ্রামবাসীদের পানীয় জল সমস্যার সমাধানকে জীবনযাত্রার মান উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নির্ধারণ করেছে। এই প্রদেশ ৬ লাখ গ্রামবাসীর পানীয় জল সমস্যার সমাধান করবে।
পরিকল্পনা অনুযায়ী চি লিন প্রদেশ ৭০ থেকে ৮০ কোটি রেনমিনপি বরাদ্দ করবে বলে অনুমাণ করা হচ্ছে। এই অর্থে ১১০০টি পানীয় জল প্রকল্প স্থাপিত হবে। প্রকল্প শেষ হওয়ার পর স্বাস্থ্য বিভাগ পানির গুণগত মান পরীক্ষা করে দেখবে যে পানির গুণগত মান দেশের নির্ধারিত মানে পৌঁছেছে কিনা।
চি লিন প্রদেশের জলসেচ দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছর ৬ লাখ গ্রামবাসীর পানীয় জল প্রকল্প শেষ হওয়ার পর চি লিন প্রদেশের গ্রামীণ মানুষেরা অপরিশ্যুদ্ধ পানীয় জলের হাত মুক্তি পাবে।
*চলতি বছর হোনান এক হাজার দরিদ্র গ্রামে দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন লক্ষ্যমাত্রার দাম শেষ করবে। ফলে গ্রামাঞ্চলের ১০ লাখ দরিদ্র লোক দারিদ্র্যের কবল থেকে মুক্তি পাবেন। তা ছাড়া, গ্রামাঞ্চলের দুই লাখ বাকী শ্রম-শক্তিকে প্রশিক্ষিত করে তোলা হবে, যাতে দরিদ্র অঞ্চলে নতুন গ্রামাঞ্চল নির্মাণের বাস্তব অগ্রগতি অর্জিত হয়।
২০০৭ সালে হোনান প্রদেশের দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন কাজ বেশ সফল হয়েছে। সারা প্রদেশের ৭ লাখ ৮০ হাজার গ্রামীণ দরিদ্র লোক দারিদ্র্যমুক্ত হয়েছে এবং ৮০৩টি দরিদ্র গ্রামের অবস্থার উন্নতি হয়েছে। সারা প্রদেশের ৪৪টি দরিদ্র জেলার কৃষকদের মাথাপিছু নিট আয় ২০০৬ সালের চেয়ে ১০ শতাংশেরও বেশি।
*হাইনান প্রদেশ নতুন সমাজতান্ত্রিক গ্রামাঞ্চল নির্মাণকালে "গ্রামীণ পর্যটন"পরিকল্পনা চালু করার প্রস্তাব দিয়েছে। ফলে এক হাজার বিশেষ বৈশিষ্ট্যসম্পন্ন গ্রাম স্থাপনের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানো যাবে।
জানা গেছে, এই পরিকল্পনা হাইনান প্রদেশের গ্রামঞ্চলের অর্থনীতি এবং সংখ্যালঘু জাতির অর্থনীতির উন্নয়নে বিপুল ভূমিকা পালন করবে।
*চিয়াংসু প্রদেশের অর্থ বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৪ সালের পর ৪০ লাখ মানুষকে কৃষির বাস্তব প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ দেয়ার জন্য চিয়াংসু প্রদেশ ৩২ কোটি রেনমিনপি বরাদ্দ করেছে। (লিলি)
|