সম্প্রতি জাতিসংঘ পরিবেশ কার্যক্রমের কার্য-নির্বাহী পরিচালক আছিম স্টেইনার এবং মানব বসতি কার্যক্রমের কার্য-নির্বাহী পরিচালক আন্না টিবাই জুকা নাইরোবিতে বলেছেন, চীন সরকার ও জনগণ প্রবল তুষারপবত ও অন্যবিক বৃষ্টির মেকাবিলায় যে ইতিবাচক প্রচেষ্টা চালিয়েছে এবং যে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে তাঁরা তার প্রশংসা করেছেন।
কার্য-নির্বাহী পরিচালকদ্বয় কেনিয়ায় চীনের রাষ্ট্রদূত , জাতিসংঘ পরিবেশ কার্যক্রম ও মানব বসতি কার্যক্রমে চীনের স্থায়ী প্রতিনিধি চাং মিং-এর সঙ্গে সাক্ষাত্কালে এ কথা বলেন। তাঁরা একমত হয়েছেন যে, অত্যধিক বৃষ্টি ও তুষারপাতের পর চীন সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। তাঁরা বিশ্বাস করেন, চীন সরকার ও জনগণ এ বিপর্যয় অতিক্রম করতে পারবে।
স্টেইনার বলেছেন, এ অস্বাভাবিক বৃষ্টি ও তুষারপাত বিশ্বের জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। এই চ্যালেঞ্জকে যৌথভাবে বিশ্বব্যাপী মোকাবেলা করা দরকার। জাতিসংঘ পরিবেশ কার্যক্রম জলবায়ু পরিবর্তন সমস্যায় চীনের সঙ্গে বিনিময় ও সহযোগিতা আরো জোরদার করতে আগ্রহী।(লিলু)
|