মধ্য প্রাচ্যের শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নেয়া এবং ফিলিস্তিন-ইসরাইল উভয়কে শান্তিপূর্ণ চুক্তির লক্ষ্যে মতৈক্যে পৌঁছানোর জন্য যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে এ অঞ্চলের মিত্রদেশগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্রকে জোরদার করবে। ৭ ফেব্রুয়ারী কায়রোতে মধ্য প্রাচ্য বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্র মন্ত্রী ড্যাভিড ওয়েল্চ মিসরের পররাষ্ট্র মন্ত্রী আহমেদ আলি আবুল ঘেইতের সঙ্গে সাক্ষাত্ শেষে এ কথা জানিয়েছেন।
সাক্ষাত্কালে দু'পক্ষ মধ্য প্রাচ্য পরিস্থিতি , বিশেষ করে গাজা অঞ্চলের পরিস্থিতি এবং ফিলিস্তিন ও ইসরাইলের শান্তি আলোচনায় সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রচেষ্টাসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেছে।
ওয়েল্চ বলেন, গাজা অঞ্চলের সীমান্ত সমস্যা সমাধানে মিসরের অবস্থানকে যুক্তরাষ্ট্র সমর্থন করে। এ সমস্যা মিসরের পক্ষ থেকে সৃষ্টি হয়নি। তিনি আরো প্রতিশ্রুতি দিয়েছেন যে, মধ্যপ্রাচ্য অঞ্চলে শান্তি বাস্তবায়নের জন্য যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আবুল ঘেইত বলেন, ইসরাইল ফিলিস্তিনীদের ওপর সমষ্টিগত শাস্তি দেয়ার যে নীতি নিয়েছে , তা গাজা অঞ্চলের পরিস্থিতিকে অচলাবস্থায় ফেলে দিয়েছে। তিনি পুনরায় ঘোষণা করেন , ফিলিস্তিনীদের খাবারের সংকট নিরসনের জন্য মিসরের কূটনৈতিক প্রচেষ্টা এখনো চলছে।--ওয়াং হাইমান
|