v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-08 18:41:30    
বসন্ত উত্সব উপলক্ষে চীনের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য সাস্কৃতিক অনুষ্ঠান

cri
    চীনের বিভিন্ন স্থানের জনসাধারণ আনন্দের সংগে চীনের ঐতিহ্যিক বসন্ত উত্সব পালন করছে । উ উত্সব চলাকালে বিভিন্ন স্থানে রংবেরংয়ের সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । যাতে চীনারা একটি সুখী ও আনন্দময় ছুটি বিনোদন করতে পারে । দক্ষিণ চীনের কোনো কোনো অঞ্চলে অত্যধিক তুষারপাত ও বৃষ্টির কারণে বিপর্যয় কবলিত জনসাধারণকে সাহায্য করার জন্যে বেশ কয়েকটি স্থানে চাঁদা তোলার লক্ষ্যেও বিশেষ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে ।

    এতক্ষণ আপরানা শুনতে পাচ্ছেন চীনের পেইচিং অপেরার বিখ্যাত শিল্পী , প্রয়াত মেই লান ফাংয়ের কন্ঠে গাওয়া পেইচিং অপেরার একটি অংশ বিশেষ । গত কয়েক দিনে চীনের রাজধানী পেইচিংয়ে একটির পর একটি পেইচিং অপেরা , কথকতা ও সংগীতানুষ্ঠান পরিবেশিত হচ্ছে । এগুলোর মধ্যে সবেমাত্র চালু হওয়া চীনের মহা জাতীয় থিয়েটারে মঞ্চস্থ নানা ধরণের অনুষ্ঠান সবচেয়ে উল্লেখযোগ্য ছিল । এ থিয়েটারের মুখপাত্র তেং ই চিয়াং বলেন , চীনের বসন্ত উত্সবের সময় এ থিফাটরে বর্ণার্ঢ্য সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । ১ থেকে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত প্রায় প্রতিদিনই এখানে একটি করে বিভিন্ন স্থানের পেইচিং অপেরা দলের অনুষ্ঠান মঞ্চস্থ হচ্ছে । তেং ই চিয়াং আরো বলেন ,

    বসন্ত উত্সব হচ্ছে চীনের ঐতিহ্যবাহী উত্সব । পেইচিং অপেরা হচ্ছে চীনের সবচেয়ে শ্রেষ্ঠ শিল্পকলা । এটি হচ্ছে চীনের শ্রেষ্ঠ ঐতিহ্যিক সংস্কৃতির প্রতিনিধি । এবার বিভিন্ন অপেরা দলের সেরা শিল্পীরা চীনের বিভিন্ন সময়কালের সনাতন অপেরা পরিবেশন করছেন । এতে পেইচিং অপেরার অনুরাগীরা আনন্দের সংগে পেইচিং অপেরা উপভোগ করতে পারেন ।

    পূর্ব চীনের শাংহাই শহরেও বসন্ত উত্সবের সময় রংবেরংয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । শাংহাই সংগীত কক্ষ আগামীকাল থেকে বেশ কয়েকটি বড় আকারের সংগীত ও নৃত্য অনুষ্ঠান মঞ্চস্থ হবে । এতে চীনের নাচ , চীনের সংখ্যালঘু জাতির নাচ , সংগীত ও অপেরা থাকবে ।

    বসন্ত উতসব চলাকালে মধ্য চীনের প্রাচীন লোও ইয়াং শহরে শতাধিক সাস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । এক হাজারেরও বেশি শিল্পী এতে অংশ নিচ্ছেন । এ অনুষ্ঠানের একজন আয়োজক লি সিন শে আমাদের সংবাদদাতাকে বলেন ,

    আমাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে লোও ইয়াংয়ের পাই সি অপেরা , চীনের থাং রাজবংশ আমলের রাজপরিবারের সংগীত এবং রেশম পথের ওপর রচিত কিছু সাস্কৃতিক অনুষ্ঠান । এসব অনুষ্ঠান ঐতিহ্যবাহী ও চিত্তাকর্ষক ।

চিয়াং সু প্রদেশের রাজধানী নান চিং শহরে নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠান ৭ ফেব্রুয়ারী থেকে লন্ঠন উত্সব পর্যন্ত চলতে থাকবে । প্রাচীনকালে নান চিং চিন লিং নামে পরিচিত ছিল । এটি চীনের ৬টি রাজবংশ ও আমলের রাজধানী ছিল ।বসন্ত উত্সবের সময় নান চিংয়ের স্থানীয় শিল্পী দল চিন লিংয়ের সময়কাল নামে একটি নাটক পরিবেশন করেছেন । নান চিং পৌর সংস্কৃতি ব্যুরোর কর্মকর্তা মাদাম ইউ ছুন ইয়াং বলেন , এ নাটকে দর্শকদের সামনে জীবন্তভাবে নান চিংয়ের রীতিনীতি তুলে ধরা হয়েছে । তিনি বলেন ,

    এ নাটকে শিল্পীরা নান চিংয়ের বৈশিষ্ট্যসম্পন্ন লোক সংগীত , লোক নৃত্য ও দরাবাজি দিয়ে নান চিংয়ের অবৈষয়িক সাস্কৃতিক পুরাকীর্তির বিশেষ বিশেষ শ্রেষ্ঠ অংশ তুলে ধরেছেন । এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে , যেসব শিল্পী এ নাটকে অভিনয় করেছেন , তারা সবাই নান চিংয়ের অবৈষয়িক পুরাকীর্তির সংরক্ষিত বিভাগের বংশধর । নান চিং পৌর সরকার আশা করে যে , এ নাটকের মাধ্যমে আরো বেশি লোক অবৈষয়িক পুরাকীর্তি সংরক্ষণের কাজে ঝাঁপিয়ে পড়বেন ।

    মধ্য চীনের হু পেই প্রদেশে বসন্ত উত্সবের সময় স্থানীয় জনসাধারণ পশ্চিমা সংস্কৃতি জানার সুযোগ পাবেন । হু পেই প্রদেশের সংস্কৃতি ব্যুরোর সামাজিক সংস্কৃতি বিভাগের উপপরিচালক হুয়াং নিয়ান ছিং আমাদের সংবদদাতাকে বলেন , সরকার জনসাধারণের জন্যে বিদেশী সংগীত নাটকসহ নানা ধরণের চিত্তাকর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে ।