v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-08 18:22:11    
ইতালির প্রধানমন্ত্রী রোমানো প্রোদি

cri

    রোমানো প্রোদি ১৯৩৯ সালের ৯ আগষ্ট উত্তর ইতালির রেজ্জিও এমিলিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি মিলান ক্যাথলিক ধর্ম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী অর্জন করেন। এরপর তিনি ব্রিটেনের লন্ডন স্কুল অফ ইকোনোমিক্স থেকে মাস্টার্স ডিগ্রী করেন। তিনি ইতালির বোলোগনা বিশ্ববিদ্যালয় ও যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।

    প্রোদে দু'বারের মত ইতালির এরিয়ে গ্রুপের মহাপরিচালক নির্বাচিত হন। ১৯৯৬ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত তিনি ইতালির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৯ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ই ইউ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০৬ সালের এপ্রিল মাসে তাঁর নেতৃত্বাধীন মধ্য-ডান ইউনিয়ন ইতালির নির্বাচনে বিজয়ী হয়। তিনি মে মাসে প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করেন। ২০০৭ সালের ফেব্রুয়ারী মাসে তিনি প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করেন। ২৪ ফেব্রুয়ারী ইতালির প্রেসিডেন্ট জর্মিও ন্যাপোলিতানো প্রোদিকে পুনরায় প্রধানমন্ত্রীর পদে নিযুক্ত করেন। প্রধানমন্ত্রী থাকার পাশাপাশি ২০০৮ সালের জানুয়ারী মাস থেকে প্রোদি অস্থায়ী আইন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২৪ জানুয়ারী তাঁর নেতৃত্বাধীন সরকার পার্লামেন্টের আস্থা ভোটে হেরে যায়। এদিন রাতে তিনি প্রেসিডেন্টের কাছে পদ ত্যাগ জমা দেন।

    প্রোদি একজন অর্থনীতিবিদ। তাঁর প্রচেষ্টায় ইতালি ১৯৯৯ সালের জানুয়ারী মাসে সফলভাবে ইউরো অঞ্চলের সদস্যে পরিনত হয়। তিনি ই ইউ পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালনের সময় ইতিবাচকভাবে ই ইউ একীকরণের চেষ্টা চালিয়ে যান। তিনি ই ইউ'র সদস্যদের শুধু অর্থনীতির ক্ষেত্রে একীকরণই নয়, বরং স্বতন্ত্র নিরাপত্তা প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার প্রস্তাব করেন।

    প্রোদির দুই ছেলে রয়েছে। তিনি পাশ্চাত্য দেশগুলোর ও ইতালির লোক সংগীত পছন্দ করেন। তিনি বই পড়তে ভালো বাসেন।

   প্রোদি বেশ কয়েক বার চীন সফর করেছেন। ১৯৯৭ সালে তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে চীন সফর করেন। ২০০৩ ও ২০০৪ সালে তিনি ই ইউ পরিষদের চেয়ারম্যান হিসেবে চীনে আসেন। ২০০৬ সালে তিনি চতুর্থ বারের মত চীন সফর করেন।

ছাই ইউয়ে