দেশটিতে শিল্পের দ্রুত উন্নয়নের প্রবণতা রয়েছে। এর মধ্যে রয়েছে খনিজ, নির্মাণ শিল্প,বন, বিদ্যুত্-এর সাজসরঞ্জাম, গাড়ি, রাসায়নিক শিল্প , টেলিযোগাযোগ এবং প্রস্তুতকৃত খাদ্য। দেশটির মূল রপ্তানিকৃত পণ্য হচ্ছে বিভিন্ন ধরণের যন্ত্র , টেলিযোগাযোগ সরঞ্জাম , ঔষধ, তেল, প্রাকৃতিক গ্যাস এবং বস্ত্র। প্রধান আমদানিকৃত পণ্য হচ্ছে খাদ্যদ্রব্য, তেল, কয়লা ও বিদ্যুত্সহ জ্বালানি সম্পদ এবং কাপড়। সুইডেনের আবাদী জমি মোট আয়তনের ৬ শতাংশ।
১৯৯৪ সালের জুন মাসে ন্যাটোর " শান্তিপূর্ণ অংশীদারি সম্পর্কে" যোগ দেয়। ১৯৯৫ সালের ১ জানুয়ারী সুইডেন ই ইউ'র সদস্য দেশগু লোর অন্যতম এবং ইউরোপীয় কমিটি, উত্তর ইউরোপীয় পরিষদ এবং ইউরোপের অবাধ বাণিজ্য লীগের সদস্য হিসেবে অন্তর্ভূক্ত হয়।
১৯৫০ সালের ৯ মে সুইডে নের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনকারী পশ্চিমা দেশগুলোর মধ্যে প্রথম দেশ। ২০০৭ সালের জুন মাসে চীনের প্রেসিডেন্ট হু চিন থাও সুইডেনে রাষ্ট্রীয় সফর করেন। চীন ও সুইডেনের সম্পর্কের উন্নয়নকে এগিয়ে নেয়ার জন্য দু'পক্ষের আরও প্রচেষ্টা চালানো উচিত।--ওয়াং হাইমান 1 2
|