গৃহকর্তাঃ এই আবুল , আমাকে আজ ভোর চারটায় জাগিয়ে দিবি।
আবুলঃ জ্বী হুজুর। কিন্তু আমি যে ঘড়ি দেখতে পারি না।
গৃহকর্তাঃ ঠিক আছে। আমাকে জানিয়ে দিস। আমিই দেখে নেবো।
--বাংলাদের বগুড়া জেলার সারাক ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট এম,আব্দুর রাজ্জাক ।--ওয়াং হাইমান
|