v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-07 19:08:27    
চীনের নেতৃবৃন্দদক্ষিণ চীনের দুর্গত এলাকায় গিয়ে দুর্গত জনগণকে বসন্ত উত্সবের শুভেচ্ছা  জানিয়েছেন

cri
    বসন্ত উত্সব চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ  ঐতিহ্যিক উত্সব । কিন্তু এ বছরের বসন্ত উত্সবের আগের বেশ কয়েক দিন নিম্ন তাপমাত্রা,  প্রবল বৃষ্টি ও অতিরিক্ত তুষারপাত জনিত আবহাওয়ার কারণে দক্ষিণ চীনের  বেশ কয়েকটি শহর স্মরণকালের মধ্যে সবচেয়ে গুরুতর প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হয়েছে । যখন চীনের বিভিন্ন এলাকার জনগণ পরিবারের  সবাই মিলিত হয়ে  বসন্ত উত্সব  পালন করছেন তখন চীনের নেতৃবৃন্দগণ  দুর্গত এলাকায় গিয়ে সেখানে ত্রাণ কাজে নিয়োজিত কর্মীদেরএবং দুর্গত এলাকার জনসাধারণকে উত্সবের শুভেচ্ছা  জানান ।

    এ বছরের জানুয়ারী মাসের মাঝামাঝি সময়  থেকে এ পর্যন্ত দক্ষিণ চীনের  বেশি ভাগ এলাকার মতোইদক্ষিণ চীনের সুন্দর  শহর কুই লিনেও নিম্ন তাপমাত্রা ও তুষারপাতের ফলে দুর্গত লোকের সংখ্যা প্রায় ২৬ লাখ ৮০ হাজারে দাঁড়িয়েছে । ৫ ফেব্রুয়ারী  বিকেলে  চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক, প্রেসিডেন্ট এবং কেন্দ্রীয়সামরিক কমিশনের চেয়ারম্যান  হু চিনথাও বিশেষভাবে   কুইলিন  শহরে গিয়ে সেখানকার দুর্যোগের খোঁজখবর নেন । বিমানবন্দরে চীনের এই সর্বোচ্চ নেতা চীনা গণ মুক্তি ফৌজের যোদ্ধাদের সঙ্গে

    ত্রাণ সামগ্রী বহন করেন । ৬ ফেব্রুয়ারী ভোরে  হু চিনথাও  ও তাঁর সফরসঙ্গীরা  সড়কপথে সবচেয়ে গুরুতর  দুর্গত এলাকা চি ইউয়ান জেলায় যান । চি ইউয়ান জেলার বেশির ভাগ সড়কপথ ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে । পানির সরবরাহে অসুবিধা দেখা হয়েছে । বিদ্যুত সরবরাহ এখনো বন্ধ রয়েছে ।  আঁকাবাঁকা  পাহাড়ী পথে  প্রেসিডেন্ট হু চিনথাও কর্মরতবিদ্যুত শিল্পের শ্রমিকদের  বলেন ,বসন্ত উত্সবের প্রাক্কালে আপনারা  তুষার ও বরফ জমে থাকা আবহাওয়ার সঙ্গে লড়াই করছেন । বিদ্যুত লাইন মেরামত  ও বিদ্যুত সরবরাহ নিশ্চিত করার জন্য  আপনারা  আপ্রাণ চেষ্টা করছেন । আপনারা একটানা দুর্যোগের সঙ্গে লড়াই করে এবং অব্যাহতভাবে অসুবিধা কাটিয়ে তাড়াতাড়ি  বিদ্যুত লাইন মেরামত করবেন  যাতে জনসাধারণ শীগ্গিরই বিদ্যুত ব্যবহার করতে পারবেন বলে আমি আশা করি । এ জন্য আরেকবার আপনাদের ধন্যবাদ জানাচ্ছি । 

    ইয়েন ত্যফা চি ইউয়ান জেলার একটি ছোট্টোপাহাড়ী গ্রামের অতি সাধারণ একজন কৃষক । তিনি বাঁশ চাষ করে সংসার চালান । তিনি ভাবতে পারেন নি যে , বসন্ত উত্সবের প্রাক্কালে নিজের বাড়িতে প্রেসিডেন্ট হু চিনথাওকে স্বাগত জানাতে পারবেন । প্রেসিডেন্ট হু চিনথাও বলেন ,পেইচিংয়ে  থাকাকালে আপনাদের কথা সব সময় আমাদের মনে পড়ে  । আজ আমি বিশেষভাবেও আপনাদের দেখতে এসেছি । প্রেসিডেন্ট হু চিনথাও বাড়ির মালিক ও খবর শুনে আসা গ্রামবাসীদের  সঙ্গে  উনুনের চার পাশে বসে  তাদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন । গ্রামবাসীরা সরকারের সাহায্য পেয়েছেন কথাটা শুনে হু চিনথাও  স্থানীয় সরকারের ক্যাডারদের বলেন ,ভালভাবে জনসাধারণের জীবনযাপনের ব্যবস্থা নেয়া  বিশেষ  করে সেই সব দুর্গত জনসাধারণের জীবনযাপনের ব্যবস্থা নেয়া বর্তমানে সবচেয়ে জরুরী কাজ । তাদের খাওয়া, পরা এবং চিকিত্সার ব্যবস্থা নিতে হবে ।হু চিনথাও বলেন ,যত তাড়াতাড়ি সম্ভবজনসাধারণের কাছে  ত্রাণ সামগ্রী পৌছাতে হবে । যাতে  সবাই  একটি উষ্ণ বসন্ত উত্সব  উদযাপন করতে পারেন । 

    ৫ ফেব্রুয়ারী সকালে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও কুইচৌ প্রদেশের  দুর্গত এলাকা পরিদর্শন করতে গেছেন ।  তিনি সমুদ্র পৃষ্ঠথেকে ১২০০ মিটার উচু কুয়াংইংশান পাহাড়ে উঠে  সেখানকার বিদ্যুত লাইন মেরামতরত শ্রমিকদের  সঙ্গে কথাবার্তা বলেন । গত ৯ দিনের মধ্যেতিনি এ নিয়ে  তিনবার দুর্গত এলাকায় গেলেন । তিনি  বিদ্যুতসরবরাহ ব্যবস্থা বিষয়ক কর্মকর্তাদের নির্দেশ দিয়ে বলেন,  যততাড়াতাড়ি সম্ভব বিদ্যুত সরবরাহ শুরু করতে হবে যাতে জনসাধারণ ভালভাবে বসন্ত উত্সব পালন করতে পারেন । চুং শাওলি