জাতিসংঘের দুর্ঘটনা প্রতিরোধ সংক্রান্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তা সালভানো ব্রিকানো ৬ ফেব্রুয়ারী জেনিভায় বলেছেন, তুষার প্রতিরোধেচীন সরকারের নেয়া দ্রুত ও কার্যকর ব্যবস্থার । তিনি প্রশংসা করেন এবং মনে করেন যে, চীনের দুর্ঘটনা মোকাবিলার প্রক্রিয়া থেকে অন্য দেশগুলোর শিক্ষা নেয়া উচিত।
এদিন জাতিসংঘের আন্তর্জাতিক দুর্ঘটনা প্রতিরোধ সচিবালয়ের পরিচালক সালভানো ব্রিকানো এক বিবৃতিতে আরো বলেছেন, চীনের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকায় প্রায় ৫০ বছরের মধ্যে সবচে' বেশি তুষারপাত হয়। এ প্রাকৃতিক দুর্ঘটনার প্রেক্ষাপটে চীন সরকার দ্রুত এর মোকাবিলার পরিকল্পনা নেয় এবং রাষ্ট্রীয় সম্পদ সমন্বয় করে দুর্গতদের চাহিদা মেটানো হয়। বিশ্বের বিভিন্ন দেশের উচিত চীন সরকারের এ কার্যক্রম থেকে শিক্ষা নেয়া।
তিনি আরো বলেন, চীনে সংঘটিত এবারের তুষার দুর্ঘটনা থেকে বোঝা যায় যে, বিভিন্ন আকস্মিক দুর্যোগ মোকাবিলার জন্য বিশ্বের বিভিন্ন দেশের উচিত সবসময় প্রস্তুত থাকা এবং প্রতিরোধের সংশ্লিষ্ট শক্তিকে জোরদার করা।--ওয়াং হাইমান
|