কর্মচ্যূত শ্রমিকদের পুনরায় কর্মসংস্থানের জন্য চীনে ধারাবাহিক আর্থিক সুবিধা নীতি কার্যকর করা হবে । সম্প্রতি চীনের অর্থ মন্ত্রণালয়ের সামাজিক সুনিশ্চয়তা বিভাগের উপপ্রধান ইয়ৌ মিং ছুন আমাদের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে এ কথা বলেন।
তিনি বলেন যে , কর্মচ্যূত শ্রমিককে পুনরায় কর্মসংস্থানের সুযোগ দেয়া শিল্পপ্রতিষ্ঠানকে শুল্ক কমানোর সংশ্লিষ্ট আর্থিক সুবিধা প্রদান নীতি চালু হবে। কর্মচ্যূত শ্রমিককে কর্মসংস্থানের সুযোগ দেয়া শিল্পপ্রতিষ্ঠানকে সামাজিক বীমার ভর্তুকিও দেয়া হবে। এছাড়াও ,সকল কর্মচ্যূত শ্রমিক এবং শহরে কাজ করে এমন গ্রামীণ অধিবাসীদের প্রশিক্ষণের ফি মৌকুফ করা হবে। --ওয়াং হাইমান
|