v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2008-02-06 20:38:54    
আমাদের মস্তিষ্কের উন্নয়নের প্রবণতা কত বড় এবং শক্তিশালী

cri

    আপনারা জানেন বুদ্ধিমানকে সবাই পছন্দ করে । যদি কেউ আপনাকে বুদ্ধিমান মানুষ বলে ডাকে, তাহলে আপনার অবশ্যই খুশি লাগবে । তাইনা ? সাধারণত আমরা মনে করি, মস্তিষ্কের এ বুদ্ধির সঙ্গে বয়সের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে । যুবককালে আমাদের মস্তিষ্কের সৃষ্টি বুদ্ধি বয়সকালের চেয়ে আরও নমনীয় । আজকের অনুষ্ঠানে আমি মানুষের মস্তিষ্কের বুদ্ধি কখন সবচেয়ে নমনীয় থাকে এ সম্পর্কে কিছু তথ্য জানাবো । মানুষের বয়স এবং বুদ্ধির সঙ্গে সম্পর্কের ব্যাপারে অধিকাংশ লোক মনে করে, ১৮ থেকে ২৬ বছর বয়স্ক লোকদের মাথা হলো সবচেয়ে কার্যকর । তবে সম্প্রতি বিশেষজ্ঞরা একটি গবেষণা থেকে এ তত্ত্বেরবিপরীত ধারণা উত্থাপন করেছেন । বৃটেনের সানডে টাইমস পত্রিকার খবরে জানা গেছে, বিশেষজ্ঞরা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছেন যে, আমাদের বুদ্ধি যৌবণে সবচেয়ে নমনীয় নয়, আমাদের বুদ্ধি যৌবণে স্থিতিশীলতা বজায় রাখতে সক্ষম এবং বয়স বাড়ার পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে আমাদের বুদ্ধিও বাড়বে । তাঁরা মনে করেন ২০ বছর বয়স্কের পর আগামী ২০ বছরের মধ্যে মানুষের কথা বলার সামর্থ্য অব্যাহতভাবে বেড়ে যাবে ,তবে গণিতবিদ্যা ক্ষেত্রের সামর্থ্য আগের মত প্রায় একই থেকে যাবে ।    

     ডেনমার্কের মনোবিদ লাসেন বলেন, কথা বলার সামর্থ্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাবে এবং এ সম্পর্কে তিনি একটি পরীক্ষা করেন ।২০ বছর বয়স্ক ৪৩০০জন মার্কিন সৈন্য তার পরীক্ষায় অংশ নেয় এবং ২০ বছর পর তারা আবারও পরীক্ষায় অংশ নেয় । পরে মনোবিদ লাসেন তাদের দু'বার পরীক্ষার ফলাফল পরীক্ষা করে দেখেন ।পরীক্ষার ফলাফল থেকে জানা যায় যে, তাদের বয়স যদিও বেড়েছে, তবে বুদ্ধির মান যুবককালের চেয়ে আরও বেশি জটিল হয়েছে । এ সম্পর্কে মনোবিদ লাসেন মনে করেন, কথা বলার সামর্থ্য বাড়ার মূল কারণ হলো বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লোকদের কথা বলার সুযোগ আগেরও চেয়ে বেড়ে যায় এবং যুবকদের চেয়ে বয়স্কদের সামাজিক ও বাস্তব সমস্যা সমাধানের অভিজ্ঞতা থাকে বেশি । তারা বিভিন্ন জটিল কথা দিয়ে নানা ধরনের কাজের ব্যাখ্যা করতে পারেন । এভাবে তাদের কথা বলার সামর্থ্য অনেক বেড়ে যায় এবং মানুষের মস্তিষ্কে সমাধানের পথ খোঁজার প্রবনী কাজ করে । ২০ শতাব্দীর শেষ দিকে আধুনিক চিকিত্সার স্ক্যান প্রযুক্তি মাথার এ পরিবর্তনের ধারাকে ধরতে সক্ষম। কয়েক বছর আগে বিশেষজ্ঞরা মানবজাতির বুদ্ধি নিয়ে গবেষণা করতে শুরু করেন । মনোবিদ লাসেনের গবেষণা এর মধ্যে অন্যতম । এ গবেষণা মানবজাতির সাধারণ চিন্তাধারা--বয়স্ক লোকের বুদ্ধি তাদের যৌবনকালের চেয়ে কিছুটা বেশি এবং কথা বলার ধরনকে বাড়িয়ে দেয় ।

     বৃটেনের ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ভাষা ও মস্তিষ্ক সম্পর্ক গবেষণা কেন্দ্রের দায়িত্বশীল কর্মকর্তা, স্নায়ুবিদ্যা বিষয়ক ডক্টর লুওলান টেইলার মনে করেন, মানুষ যখন চিন্তা করে তখন তাদের বয়স বাড়ার ফলে চিন্তাভাবনার সামর্থ্য কমে যাওয়ার কথা ভাবে । তবে মস্তিষ্কের সামর্থ্য ভালভাবে সংরক্ষণ করা যায় । এ কথা ভাবে না । আসলে মস্তিষ্কের সমন্বয় সামর্থ্য অনেক শক্তিশালী। বয়স বাড়া এবং অন্য চ্যালেঞ্জের সম্মুখীন হতে সে সক্ষম । আসলে অনেকেরই মনে প্রশ্ন জাগে যে, কেন বয়স্ক লোকেরা যেন মনে করে যে, তাদের বুদ্ধি যৌবনকালের চেয়ে কম । এ সম্পর্কে ডক্টর টেইলার বলেন, কারণ অনেকের মনে এক ধরনের নেতিবাচক ইঙ্গিতকাজ করে । তারা মনে করেন ,বয়স বাড়লে মস্তিষ্কের অবস্থা যৌবনকালের চেয়ে ধীর হয় ও অনমনীয় থাকে । ফলে দীর্ঘকাল ধরে নেতিবাচক চিন্তাভাবনার কারণে , তাদের ওপর পরীক্ষার ফল বৃদ্ধকালে অবনতি ঘটে। বন্ধুরা, আজকের অনুষ্ঠান শোনার পর ,আপনারা অবশ্যই বুঝতে পারেন, আমাদের মস্তিষ্কের উন্নয়নের প্রবণতা কত বড় এবং শক্তিশালী । ভবিষ্যতে নিজেদের বুদ্ধির জন্য যথেষ্ট বিশ্বাস বজায় রাখা উচিত ।